লিফটের মধ্যে নয় বছরের বালককে কামড়ে দিল এক পোষ্য কুকুর। অথচ নিরুত্তাপ মালকিন। উত্তর🍸প্রদেশের গাজিয়াবাদের রাজনগর হাউসিং সোসাইটির সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে মালকিনের🥀 বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ৫,০০০ টাকা জরিমানা চাপিয়েছে পুরনিগম।
গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশনের চার্মস ক্যাসেল সোসাইটির লিফটের সিসিটিভির ফুটেজ প্রকাশ করে আকাশ অশোক গুপ্তা নামে এক ব্যক্তি লিখেছেন, 'লিফটে এক বাচ্চাকে কামড়ে দিল পোষ্য কুকুর। বাচ্চাটা যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন ঠুঁটো জগন্নাথ হয়ে দেখছে পোষ্য কুকুরের মালকিন। কেউ দেখছেন না বলে নীতি-নৈতিকতা জলাঞ্জলি দিয়েছে ওই মহিলা?' সেই ভিডিয়োয় গাজিয়াবাদ পুলিশকে ট্যাগ 👍করেন ওই ব্যক্তি। সঙ্গে কোথায় ওই ঘটনা ঘটেছে, তাও বিস্তারিতভাবে জানান।
ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই খুদে আগে থেকেই লিফটে দাঁড়িয়েছিল। লিফট দাঁড়াতে পোষ্য কুকুরকে নিয়ে ভিতরে ঢুকে আসে ওই মহিলা। খুদে সম্ভবত কুকুরকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। কুকুরের থেকে দূরে সরে যাওয়ার জন্য সামনের দিকে যাচ্ছিল। সেইসময় কুকুর কাম🐼ড়ে দেয়। তাতে যন্ত্রণায় কামড়াতে থাকে খুদে। তারপরও একেবারে নিরুত্তাপ হয়ে দাঁড়িয়েছিল ওই মহিলা। খুদে যখন যন্ত্রণায় কাতরাচ্ছে, তখন ঠুঁটো জগন্নাথ হয়ে দেখছিল। কিছুটা পরে এ꧋কেবারে বুক ফুলিয়ে লিফট থেকে নেমে যেতে দেখা যায় মহিলাকে। বেরনোর সময়ও কুকুরটি বাচ্চার দিকে তেড়ে যায়। সেইসময় কুকুরকে টেনে নেয় মহিলা।
আরও পড়ুন: Viral🍃 Video: পুরো মাঠ ছুটে ফ্রিসবি ধরল কুকুর! ভিডিয়ো দেখে সবার চোখ ছানাবড়া
মহিলার বিরুদ্ধে দায়ের এফআইআর
ভিডিয়ো ভাইরাল হতেই ওই মহিলার চূড়ান্ত অমানবিক আচরণে সমালোচনার ঝড় ওঠে। মহিলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন খুদের বাবা ও মা। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ২৮৯ ধারার (পশু সংক্রান্ত বিষয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণ) আওতায় এফআইআ💖র দায়ের করেছে পুলিশ। ♋ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: সাত বছরের শিশুর উপর ঝাঁপিয়ে পড়ল প্রতিবেশীর কুকুর, খুবলে ♊নিল মুখ, ৫৮টি সেলাই
সেইসঙ্গে পুনম চন্দোক নামে ওই মহিলাকে ৫,০০০ টাকা জরিমানা করেছে গাজিয়াবাদ পুরনিগম। তার বাড়িতে জরিমানার নোটিশ দেওয়া হয়েছে। পুরনিগমের পশু চিকিৎসক অনুজ সিং জানিয়েছেন, ওই কুকুরটির ক্ষেত্রে নিয়ম মানেনি মহিলা।🐓 ন্যূনতম সুরক্ষা অবলম্বন করেনি। ওই ক꧒ুকুরের আপাতত টিকাকরণের কাজ সম্পন্ন করেছে পুরনিগম।