লিভ-ইন সম্পর্কে থাকা মহিলাদের ওপর পরপর হামলা ও নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে গোটা দেশ। শ্রদ্ধা ওয়াকার থেকে নিকি যাদবের মৃত্যুর ঘটনায় হাড় হিম হয়েছে আম জনতার। এই আবহে এবার লিভ-ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। মঙ্গলবার দায়ের করা জনস্বার্থ মামলায় শীর্ষ আদালতের কাছে আবেদন করা হয়েছে যাতে তারা লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের বাধ্যতামূলক করার জন্য আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়। মামলায় দাবি করা হয়েছে, বাধ্যতামূলক রেজিস্ট্রেশন সম্পর্কে থাকা মানুষদের সুরক্ষা নিশ্চিত করবে। তাছাড়া এই সম্পর্কে যদি কোনও সন্তানের জন্ম হয়, তার ভবিষ্যৎও সুরক্ষিত থাকবে। এই জনস্বার্থ মামলার সঙ্গে পাঁচটি এমন ঘটনা তুলে ধরা হয়েছে যেখানে লিভ-ইন পার্টনারকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। (আরও পড়ুন: BJP শাসিত রাজ্যে ৩০,০০০ মানুষ শেয়ার করেছে শিশুদের পরಞ্ন! চাঞ্চল্যকর তথ্য রিপোর্টে)