করোনার জেরে যে বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ, সেটির জন্য একটি বিশেষ ত্রাণ তহবিল গঠন করেছে কেন্দ্র। এবার কেন্দ্র থেকে জানান হল যে PM- CARES তহবিলে টাকা দিলে ১০০ শতাংশ কর ছাড় মিলবে। ১. আইটি অ্যাক্টের Section 80G অনুযায়ী এই করছাড় মিলবে। একই সঙ্গে এতে ডিডাকশনের ঊর্ধ্বসীমাও রাখা হচ্ছে না। সাধারণত গ্রস আয়ের ১০ শতাংশের বেশি ডিডাকশন পাওয়া যায় না। এখানে সেই শর্ত মুকুব করা হয়েছে। ২. তিরিশে জুন ২০২০ অবধি দিলে আপনি ২০১৯-২০ অর্থবর্ষের জন্য করছাড় পেতে পারেন। ৩. নয়া কর কাঠামোয় ২০২০-২১-এর জন্য যারা বাছবেন, তারাও PM-CARES তহবিলে টাকা দিয়ে অনেকটা টাকা বাঁচাতে পারেন। তিরিশে জুনের মধ্যে টাকা দিলে ২০১৯-২০-র জন্য তো ছাড় পাবেনই, এছাড়াও পরের অর্থবর্ষের জন্য বিশেষ করছাড় পেতে পারেন। ৪. কীভাবে টাকা পাঠাবেন জেনে নিন- Account Name: PM CARES, Account Number: 2121PM20202 , IFSC Code: SBIN0000691, SWIFT Code: SBININBB104, Name of Bank & Branch: State Bank of India, New Delhi Main Branch.৫. এছাড়াও ইউপিআই-এর মাধ্যেমে দিতে পারেন টাকা, আইডি হল pmcares@sbi.৬. ডেবিট ও ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, RTGS/NEFT, UPI (BHIM, PhonePe, Amazon Pay, Google Pay, PayTM, Mobikwik)-এর মাধ্যমে টাকা পাঠাতে পারেন। ৭. বিদেশিদের টাকা পাঠানোর নিয়মটি এখনও বলা হয়নি, তবে দিন দুয়েকের মধ্যে জানাবে সরকার।