চেয়ার সরিয়ে সিঁড়িতেই বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইশারায় তাঁর পাশে বসতে বললেন নির্মাণকর্মীদের। সোমবার কাশী বিশ্বনাথ করিডোরের প্রথম ধাপের উদ্বোধন অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী। সেখানে তাঁর এই কাজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।ভিডিয়োতে দেখা যাচ্ছে, করতালির মধ্যে হলে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে নির্মাণকর্মীদের গ্রুপ ফটো তোলার কথা। নির্মাণকর্মীরা সকলে লাল গালিচায় মোড়া সিঁড়িতে ধাপে ধাপে বসে আছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর বসার জন্য রয়েছে একটি প্লাস্টিকের উপর গদি আঁটা চেয়ার। কালবিলম্ব না করে চেয়ারটি এক হাতেই তুলে নেন প্রধানমন্ত্রী। তারপর তা ধরিয়ে দেন কাছেই দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীর হাতে। এরপর নির্মাণকর্মীদের সকলের মতোই বসে পড়েন সিঁড়িতে।বসার পর ইশারায় নির্মাণকর্মীদের তাঁর পাশে ডেকে নেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন তাঁরা। বসেন প্রধানমন্ত্রীর একেবারে পাশে। এরপরেই গ্রুপ ছবি তোলেন তাঁরা।দেখুন সেই ভিডিয়ো : প্রধানমন্ত্রীর এই আচরণের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশংসা করে বলছেন, এটাই ভারতের সংস্কার। নির্মাণকর্মীরাই যে দেশের ভিত্তি, তা ভাল করেই জানেন প্রধানমন্ত্রী। এর থেকেই সকলের সহবতের পাঠ নেওয়া উচিত্।অন্যদিকে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার জন্য স্টান্ট বলে দাবি করছেন নিন্দুক ও বিরোধীরা। তাঁদের মতে পুরোটাই ভিডিয়ো করে ভাইরাল হওয়ার প্রচেষ্টা মাত্র। তবে পাল্টা অনেকে বলছেন, চেয়ার না সরালেও নিন্দা হত, সরিয়ে একসঙ্গে বসেও শান্তি নেই।দেখুন আরও এক অ্যাঙ্গেল থেকে সেই মুহূর্তের ভিডিয়ো : আপনার এই ভিডিয়োর সম্পর্কে কী মতামত? জানাতে ভুলবেন না কমেন্টে।