দিনকয়েক পরেই শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কী বিষয়ে তাঁরা আলোচনা, তা নিয়ে কিছু জানানো হয়নি। রাষ্ট্র♋পতি ভবনের তরফে জানানো হয়েছে, রা🅷ষ্ট্রপতিকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন মোদী।
তবে ♛রাজনৈতিক মহলের মতে, আগামী ১৯ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। সেখানেই সরকারের কী কী নীতি, কী কী বিল পেশ করা হবে, করোনাভাইরাস পরিস্▨থিতিতে কীভাবে সংসদ চলবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে দু'জনের মধ্যে আলোচনা হতে পারে। সেইসঙ্গে দেশের করোনা পরিস্থিতি, নয়া মন্ত্রীদের বিষয়ও আলোচনায় উঠে আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
এমনিতে করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে পুরনো ঐতিহ্যে ফিরতে💝 চলেছে সংসদের বাদল অধিবেশন। যা আগামী ১৩ অগস্ট শেষ হবে। করোন𝐆া-পূর্ববর্তী সময়ের মতো শেষ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে সংসদ। নিয়ম মেনেই অধিবেশনে জিরো আওয়ার ও প্রশ্নোত্তর পর্ব থাকছে। ইতিমধ্যে ‘হিন্দুস্তান টাইমস’-কে লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, অধিবেশনে যোগ দেওয়ার জন্য সদস্যদের বাধ্যতামূলকভাবে করোনা টিকা নিতে হবে না। তবে মেনে চলতে হবে যাবতীয় করোনা বিধি।
সেই অধিবেশনে করোনাভাইরাসের মোকাবিলা, করোনা টিকাকরণ, খাদ্যের দাম বৃদ্ধির মতো বিষয় নিয়ে বিজেপি সরকারকে বিরোধীরা চেপে ধরবে বলে রাজনৈতিক মহলের ধারণা।সরকারপক্ষ যে সেই বিরোধিতার আঁচ আগেভাগেই পেয়ে ঘুঁটি সাজাতে শুরু করেছে, তা বিজেপির পদক্ষেপেই স্পষ্ট হয়ে গিয়েছে। বাদল অধিবেশনের আগেই নিজের মন্ত্রী পারিষদকে প্রধানমন্ত্রী নরেন্𒆙দ্র মোদী জানিয়ে দিয়েছেন, করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে যেভাবে বাধা তৈরি করছে বিরোধী দলগুলি, তা তুলে ধরতে হবে। বিরোধীদের বিভিন্ন ‘মিথ্যা’ দাবি খণ্ডনের জন্য দলের সাংসদদের তৈরি থাকারও নির্দেশ দিয়েছেন।