পিছনে হেঁটে আসছেন জো বাইডেন-সহ বিশ্বের তাবড় নেতা, আধিಞকারিকরা। সামনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাইরাল হয়ে গেল এমনই একটি ছবি। সেই ছবি পোস্ট করে বিজেপি মন্ত্রীরা দাবি করলেন, বিশ্বকে পথ দেখাচ্ছেন ‘বিশ্বগুরু’ মোদী।
মঙ্গলবার সকালে জাপানে কোয়াডের বৈঠক ছিল। সেই বৈঠকে ছিলেন চার সদস্য দেশের রাষ্ট্রনেতারা - ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সেই বৈঠকে বিভিন্ন বিষয় নি𓄧য়ে আলোচনা হয়েছে। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় মোদীদের একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: PM Modi in Japan: চিনা আগ্রাসনের বিরুদ্ধে ‘ভালো কাজের শক্তি’ কোয়াড, বাইডেনদে𒈔র সামনে বার্তা মোদীর
সেই ছবি পোস্ট করে মোদী ‘দ্য লিডার’-র গুণগান করেছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি লেখেন, 'প্র🐼ধান সেবক পথ জানেন, সেই পথেই যান এবং (বাকিদের) রাস্তা দেখান।' শুধু ইরানি নন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু থেকে শুরু করে বিজেপি নেতারা সেই ছবি পোস্ট ক🎃রে মোদীকে ‘বিশ্বগুরু’ হিসেবে তুলে ধরেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া লেখেন, 'বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। সহস্র শব্দ বলে দেয় এই ছবি।'