কৃষ🧔কদের সাহায্য করার লক্ষ্যে একটি বিশেষ অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভারতের বিভিন্ন ♏শহরে ১০০টি কিষাণ ড্রোন পরিষেবা চালু করলেন। ভারত জুড়ে ক্ষেতে কীটনাশক স্প্রে করার জন্য এই কিষাণ ড্রোন ব্যবহার করা হবে।
কৃষকদের প্রযুক্তিগত দিক দিয়ে নানা ভাবে সাহায্য করা হবে বলে বাজেটে আগে🐟ই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কিষাণ ড্রোন পরিষেবার ফলে জমিতে সার দেওয়া, কীবটনাশক প্রয়োগের ক্ষেত্রে সুবিধা পাবেন কৃষকরা। তাছাড়া জমির কোথায় ফসলের কেমন অবস্থা, তাও সহজে নজর রাখতে পারব🀅েন কৃষকরা। সরকারি এবং বেসরকারি তরফে যুগ্মভাবে কৃষকদের হাতে প্রযুক্তিগত সাহায্য পৌঁছে দেওয়ার কথা হয়েছিল এবারের বাজেটে। পাশাপাশি জৈব পদ্ধতিতে কৃষিকাজের উপর জোর দিয়েছে সরকার। রাসায়নিক মুক্ত কৃষকাজ করার কথা বহুদিন ধরে হচ্ছে। গঙ্গার দু’পাশ ধরে প্রাথমিক পর্যায়ে এই রাসায়নিক বিহীন কৃষিকাজ শুরু কথা বলা হয়েছে বাজেটে। এই আবহে আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় চালু হল কিষাণ ড্রোন।
আজকের অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একবিংশ শতাব্দীর আধুনিক কৃষি সুবিধার দিকনির্দেশনার একটি নতু🔴ন অধ্যায়। আমি নিশ্চিত যে এই সূচনা শুধুমাত্র ড্রোন সেক্টরের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে না। এছাড়াও সীমাহীন সম্ভাবনা বাড়িয়ে দেবে।’