আজমীর শরীফের দরগার জন্য চাদর উপহার🔯 দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবছর উরস উপলক্ষে আজমীর শরীফের দরগার জন্য চাদর উপহার দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এবারও উরস উপলক্ষে খাজা মইনুদ্দিন চিস্তির এই দরগায় চরানোর জন্য চাদর উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দরগার জন্য চাদর উপহার দেন।♉ আগামীকাল ১৩ জানুয়ারি খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় এই চাদর পেশ করা হবে।
আরও পড়ুন: ‘ঈশ্বর আ🦂মায় বলেছেন…’, রামমন্দির উদ্বোধনের ১১ দিন আগেই ‘অনুষ্ঠান’ শুরু করলেন মোদী
সুফি সাধক খাজা মইনুদ্দিন চিস্তির মৃত্যুবারඣ্ষিকী স্মরণে এই উরস পালন করা হয়ে থাকে। তাতে প্রচুর মানুষের ভিড় হয়। বিগত বছরগুলিতে প্রধানমন্ত্রী দরগায় চরানোর জন্য মুসলিম সম্প্রদায়কে চাদর উপহার দিয়েছিলেন। এবারও তার অন্যথা হল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, ‘মুসলিম সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা হয়েছে। এই সময় আমি পবিত্র চাদর পেশ করেছি, যা খাজা মইনুদ্দিন চিস্তির উরসের সময় বিখ্যাত আজমীর শরীফ দরগায় দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সংখ্যালঘু বিষ🎉য়ক মন্ত্রী স্মৃতি ইরানি এবং ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী। এছাড়াও ছিলেন, দিল্লি হজ কমিটির চেয়ারপার্সন কাউসার জাহান, উত্তর প্রদেশের বিধান পরিষদের সদস্য তারিক মনসুর এবং আরও বিশিষ্ট কয়েকজন উপস্থিত ছিলেন। স্মৃতি ইরানি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ‘হযরত খাজা গরীব নওয়াজের ৮১২ তম উরস উপলক্ষে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজ মুসলিম সম্প্রদায়ের মানুষকে চাদর উপহার দিয়েছেন।’ তিনি বলেন🍷, ‘আমাদের দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বৈচিত্রের মধ্যে ঐক্য উদযাপন করছে। সুফি সাধকদের আশীর্বাদে দেশ এভাবেই এগিয়ে যাক এবং দেশবাসীর সুস্থতা ও মঙ্গল অটুট থাকুক।’ স্মৃতি ইরানি জানান, প্রতি বছর উরস উপলক্ষে আজমীর দরগায় একটি চাদর দিয়ে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এখনও পর্যন্ত ৯ বার আজমীর শরীফ দরগায় চাদর উপহার দিয়েছেন।