তাঁর উপত্যকায় পা রাখার আগেই তাঁর জম্মুর স♌ভাস্থল থেকে ১২ কিলোমিটার দূরে ঘটে যায় বোমা বিস্ফোরণের ঘটনা। চাঞ্চল্যকর সেই কাণ্ডের পর ভূস্বর্গের পাল্লিতে পা রেখে সেখানে ২০ হাজার কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্ত হওয়ার পর এই প্রথম জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে এই বড়সড় অঙ্কের প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে জম্মু ও কাশ্মীরের বুকে এই বড়সড় বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন হওয়ার আগে সেখানের লেফ্টনেন্ট গভর্নর মনোজ সিনহা বলেন, ‘ একটি নতুন ইন্ডাস্ট্রিয়াল স্কিম তুলে ধরেছেন মোদী। স্বাধীনতার পর থেকে শুধুমাত্র ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছিল। আর আমাদের কাছে প্রস্তাব রয়েছে ৫২ হাজার কোটি টাকা পর্যন্ত প্রকল্প বিস্তারের।’ এর খানিক বাদেই তিনি বলেন,' আমরা আশা করছি ৭০ হাজার কোটি টাকা পর্যন্ত। ' প্রসঙ্গত, কাশ্মীরে পা রেখে ৮৫০ মেগা ওয়াটের ব়্যাটেল হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের উদ্বোধন করেন মোদী। এছাড়াও ৫৪০ মেগা ওয়াটের আরও একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের শিলান্যাস করেন তিনি। উল্লেখ্য, দুটি প্রজেক্টই ভূস্বর্গের কিসতোয়ার জেলায় চেনাব নদীর ওপর তৈরি হবে। আরও পড়ুন-সাধারণ জ্ঞানের পরীক্ষা নিলেন প্রধানমন্ত্ꦑরী,♌ এই প্রশ্নের উত্তরগুলি আপনি জানেন কি