COVID-19 মহামারী চলাকালী♊ন ভারতীয়রা চিকিত্সক, বিজ্ঞানী এবং যুবসমাজের প্রতি ভরসা রেখেছিল। সমস্যা বাড়তে দেয়নি ভারত। বরং গোটা ব𒆙িশ্বকে সমাধানের পথ দেখিয়েছে। সোমবার এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি আরও বলেন যে, কোভিডের নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে এসেছে ভারত। শুধু তাই নয়, ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অ🎉র্থনীতিতে পরিণত হয়েছে।
সোমবার পিএম-কেয়ারস ফর চিলড্রেন স্কিমের বৃত্তি হ𒉰স্তান্তরের একটি অনুষ্ঠানে💃 যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই এমনটা বলেন নরেন্দ্র মোদী।
তিনি বলেন, মহামারীর সময়ে একটা নেতিবাচক পরিবেশ ছিল। তার মধ্যেও ভারত তার শক্তির সঠিক প্রয়োগ করেছিল। 'আমরা আমাদের বিজ্ঞানী, চিকিত্💫সক এবং যুব সমাজের উপর বিশ্বাস রেখেছিলাম। বিশ্বের জন্য উদ্বেগ নয়, বরং, আশার আলো হয়ে নেতৃত্ব দিয়েছি আমরা। আমরা সমস্যা হয়ে উঠিনি, বরং সমাধানদাতা হয়েছি,' যোগ করেন তিনি।
ভার🍌ত বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ ও ভ্যাকসিন পাঠিয়েছে, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
COVID-19-এর কারণে অনাথ শিশুদের বিষয়ে মোদী বলেন, শিশুদের জন্য PM-CARES এটাই প্রমাণ করে যে দেশের প্রতিটি নাগরিক তাদের পাশে দাঁড়িয🐼়েছে।
প্রধান☂মন্ত্রী বলেন যে, এই প্রকল্পের অধীনে কারও যদি পেশাদার কোর্সের জন্য, উচ্চ শিক্ষার জন্য শিক্ষা ঋণের প্রয়োজন হয়, তবে PM-CARES তাতেও সাহায্য করবে।
তিনি আরও বলেন যে, এই শিশুদের প্রতি মাসে ৪ হাজার টাকা করে দেওয়া হবে। এটি তাদের দৈনন্দিন খরচাপাতি মেটাতে সাহায্য ক♔রবে।
PM-CARES তহবিল সম্পর্কে তিনি বলেন, তহবিলটি করোনার সময় হাসপাতাল তৈরি, ভেন্টিলেটর কেনা, অক্স🍸িজেন প্ল্যা🉐ন্ট স্থাপনেও অনেক সাহায্য করেছে।
মহামারীতে বাবা-মাকে হারানো শিশুদের অনুপ্রাণ🅷িত করে, প্রধানমন্ত্রী বলেন, 'আমরা যদি নিজেদের উপর বিশ্বাস রাখি, তাহলে অবশ্যই আশার আলোর দেখতে পাব। আমাদের গোটা দেশটাই এর সবচেয়ে বড় উদাহরণ।🉐'