নতুন সংসদ ভবনের মাথায় জাতীয় প্রতীকের আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে তিনি এই আবর𝐆ণ উন্মোচন করেন। ব্রোঞ্জ দিয়ে তৈরি এই এমব্লে▨ম। উচ্চতায় প্রায় ৬.৫ মিটার। প্রায় ৯ মাস ধরে তৈরি হয়েছে এই প্রতীক। পূর্ত দফতরের আধিকারিকরা একথা জানিয়েছেন।
এই প্রতীক তৈরিতে নিয়োজিত কর্মীদের সঙ্গেও কথা বলেন মোদী। এই অনুষ্ঠানে লোকসভার স্পিক🌄ার স্পিকার ওম বিরলা, কেন্♛দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
পূর্ত দফতর সূত্রে খবর, প্রღায় ৯৫০০ কেজি ওজনের এই প্রতীক। চওড়ায় ৪.৪ মিটার। নতুন সংসদ ভবনের একেবারে চূড়ায় এটি থাকছে। এই প্রতীকটিকে ধরে রাখার জন্য ৬ হাজার ৫০০ কেজির স্টিলের পাত চারপাশে থাকছে।
আটটি ধাপে এই প্রতীকটি রূপ পেয়ে। কম্পিউটার গ্রাফিকস,ಞ মাটি দিয়ে তৈরি করে,🙈 ব্রোঞ্জ কাস্টিং, পালিশ সহ নানা ধাপে এটি বাস্তবে রূপ পেয়েছে। কিন্তু কীভাবে এত উঁচুতে ভারী প্রতীককে তোলা হল?
পূর্ত দফতর জানিয়েছে, ১৫০টি ভাগে ভাগ করে এটি ওপরে তোলা হয়েছে। 🔴এরপর ছাদে সেগুলিকে জোড়া লাগানো হয়েছে। এপ্রিলের শেষ থেকে এই জোড়া লাগানোর কাজ শুরু হয়েছিল। প্রায় দুমাস লেগেছে সেই কাজ শেষ করতে।