নতুন সংসদ ভবনের মাথায় জাতীয় প্রতীকের আবরণ উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে তিনি 🅷এই আবরণ উন্মোচন করেন। ব্রোঞ্জ দিয়ে তৈরি এই এমব্লেম। উচ্চতায় প্রায় ৬.৫ মিটার। প্রায় ৯ মাস ধরে তৈরি হয়েছে এই প্রতীক। পূর্ত দফতরের আধিকারিকরা একথা জানিয়েছেন।
এই প্রতীক তৈরিতে নিয়োজিত কর্মীদের সঙ্গেও কথা বলেন মোদী। এই অনুষ্ঠানে লোকসভার স্পিকার স্পিকার ওম বিরলা, কেন্দ্রীয় মন্🎃ত্রী হরদীপ সিং পুরী ও অন্যান্🐷যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
পূর্ত দফতর সূত্রে খবর, প্রায় ৯৫০০ কে𓆏জি ওজনের এই প্রতীক। চওড়ায় ৪.৪ মিটার। নতুন সংসদ ভবনের একেবারে চূড়ায় এটি থাকছে। এই প্রতীকটꦺিকে ধরে রাখার জন্য ৬ হাজার ৫০০ কেজির স্টিলের পাত চারপাশে থাকছে।
আটটি ধাপে এই প্রতীকটি রূপ পেয়ে। কম্পিউটার গ্রাফিকস, মাটি দিয়ে তৈরি করে, ব্রোঞ্জ কাস্টিং, পালিশ সহ নানা ধাপ꧅ে এটি বা෴স্তবে রূপ পেয়েছে। কিন্তু কীভাবে এত উঁচুতে ভারী প্রতীককে তোলা হল?
পূর্ত দফতর জানিয়েছে, ১৫০টি ভাগে ভাগ করে এটি ওপরে তোলা হয়েছে। এরপর ছাদে সেগুলিকে জোড়া লা𝐆গানো হয়েছে। এপ্রিলের শেষ থেকে এই জোড়া লাগানোর কাজ শুরু হয়েছিল। প্রায় দুমাস লেগেছে সেই কাজ শেষ করত🧜ে।