প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রশংসায় রাষ্ট্রসংঘের অধীনে থাকা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। করোনাকালে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার জন্য এই প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওয়াত প্রত্যেককে ৫ কেজি করে খাদ্যশস্য দিচ্ছে কেন্দ্র। গতবছরে এই প্রকল্পের কথা প্রথমবার ঘওষণা করেছিলেন প্রধানমন্ত্রী। গতবছর করোনা লকডাউন পরবর্তী সময়তেও এই প্রকল্প চালু রেখেছিল কেন্দ্র। চলতি বছরে কোভিডের দ্বিতীয় ঢেউ দেশের উপর আছড়ে পড়লে ফের এই প্রকল্পের ঘোষণা করেন মোদী। প্রাথমিক ভাবে মে ও জুন মাসে রেশন দেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে এর মেয়াদ বাড়িয়ে নভেম্বর পর্যন্ত করা হয়েছে।এই বিষয়ে কেন্দ্রে খাদ্য মন্ত্রকের সচিব জানান যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তরফে এই প্রকল্পের কেস স্টাডি করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এই যাতীয় প্রকল্প যাতে অন্য উন্নয়নশীল দেশে চালু করা যায়, তার লক্ষ্যেই এই গবেষণা করতে চায় রাষ্ট্রসংঘের এই সংগঠন। এর আগে গত ৭ জুন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার প্রশংসায় টুইট করা হয়েছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তরফে।খাদ্য মন্ত্রকের সচিব এই প্রকল্পের বিষয়ে আরও জানান, ২০২০ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পের অধীনে গত ১৫ মাসে ৩ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ জনগণের হাতে ৬ কোটি টন খাদ্যশস্য তুলে দেওয়া হয়েছে। চলতি বছরে এই প্রকল্পটি ৪ নভেম্বর পর্যন্ত চালাবে কেন্দ্র। ইতিমধ্যেই বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা'র মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কেন্দ্রের দাবি, ড্যালবার্গ নামক এক সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে যে এই প্রকল্পের আওতায় থাকা মানুষের ৯৬ শতাংশ উপকৃত হয়েছেন এর দ্বারা।