লজ্জাজনক ঘটনা ঘটল উত্তরপ্রদেশ। এবার ঘোড়াকে ধর্ষণের অভিযোগ উঠল। ৫ জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনার পরেই পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে। আরও ২ জন পলাতক। ধৃতদের বয়স ২০ বছরের আশেপাশে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারেলি জেলায়। ঘোড়াকে ধর্ষণ করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ধৃতদের নাম হল༺ দেবেন্দ্র (২৩), রিজওয়ান (২২) এবং আমির (২১)। এমনকী ধৃতরা এক পুলিশ অফিসারকে ঘুষ দিয়ে মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ।
আরও পড়ুন: ঘেউ ঘেউয়ে বিরক্ত হয়ে কুকুরের যৌনাঙ্গে রড ঢুকিয়ে♒ শাস্তি, গ্রেফতার ১
একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ৩ যুবককে শনিবার গ্রেফতার করা হয়েছে। অন্য ২ অভিযুক্ত ভাগবত শরণ এবং জিশানকে গ্রেফতার করার চেষ্টা চলছে৷ উল্লেখ্য, এই😼 ঘটনায় মূল অভিযুক্ত হল ভাগবত। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতে সরব হয়েছেন পশুপ্রেমীরা। একজন ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, নবাবগঞ্জের ইনায়েতপুর গ্রামের বাসিন্দা ভাগবত শরণ ঘোড়াট♏ির উপর যৌন নির্যাতন চালাচ্ছে। সেই সময় জিশান নামে অপর যুবককে ঘোড়ার দড়ি ধরে থাকতে দেখা গিয়েছে। অন্য অভিযুক্ত দেবেন্দ্র, রিজওয়ান এবং আমিরকে এই কাজে ভাহবতকে উৎসাহ দিতে দেখা যায়।
এই ঘটন হাফিজগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। থানার এক অফিসারের বিরুদ্🌜ধে মামলাটি ধামাচাপা দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। ওই অফিসার ১৫০০০ টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনার ভিত্তিতে পুলিশের ইন্সপেক্টর জেনারেল ডা. রাকেশ সিং সহ জেলার সিনিয়র পদস্থ আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ জানান ওই পশুপ্রেমী। তিনি অভিযোগ করেন, থানার একজন পুলিশ অফিসার অভিযুক্তদের কাছ থেকে ঘুষ নিয়ে চুপচাপ ছিলেন। অভিযুক্তদের জঘন্য কাজ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।
অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। যদিও আইজি রা﷽কেশ সিং জানান, অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষী প্রমাণিত হলে বিভাগ তাঁর বিরুদ্ধে কঠোর বꩲ্যবস্থা নিশ্চয় নেওয়া হবে।
হাফিজগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, পুলিশ ৫ অভিযুক্তের বিরুদ্ধে পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রত𓃲িরোধ আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের ক🌟রা হয়েছে। আরও ২ অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।