মুম্বইয়ে একটি জঙ্গলের মধ্য থেকে উদ্ধার হল এক মহিলার মুণ্ডু কাটা দেহ। এই খুনের ঘটনায় উঠে আসছে নরবলির তত্ত্ব। কালো জাদুর জন্য সে ক্ষেত্রে মহিলাকে বলি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। মুম্বইয়ের সমৃদ্ধি মহামার্গের ওয়াদগাঁও গুজর এবং গুমগাঁওয়ের মধ্যে সড়কের ♐পাশের একটি জঙ্গলে ঝোপের মধ্য থেকে ওই মহিলা𒀰র মৃতদেহ উদ্ধার হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ‘গুলি করেছে সাহাবুদ্দিন’, দাবি জয়নগর খুনে ধৃত দুষ্কৃতীর, ১০ দিন প𝐆ুলিশ হেফাজত
পুলিশ জানিয়েছে, ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত এই জঙ্গল সূর্যাস্তের পর একেবারে নির্জন থাকে। রাতে ওই মহিলাকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে এক ব্যক্তি রক্ত ﷽দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে দেখা যায়, সেখানে ওই মহিলার মুণ্ডু কাটা দেহ পড়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে নতুন শাড়ি পড়ানো হয়েছিল, মাথায় সিঁদুর ছিল। সাধারণত অমাবস্যার রাতে কালো জাদুর জন্য অনেকেই নরবলিতে বিশ্বাস করে। সেই বিশ্বাস থেকেই মহিলাকে খুন কর💮া হতে পারে বলে অনুমান পুলিশের।
পাশাপাশি মহিলার কানে ছিল সোনার দুল, একটি আঙুলে আংটি ছিল এবং হাতের কাছে ব্লেড পড়েছিল। মহিলার একটি জুতো মৃতদেহ থেকে কিছুটা দূরে পাওয়া গিয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে কনডোমের প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলার বয়স ৩০ বছরের কাছাকাছি এবং তিনি বিবাহিতা। তার বা হাতে একটি ট্ཧযাটু ছিল। সাধারণত মধ্যপ্রদেশের আদিবাসী মহিলারা এই ধরনের ট্যাটু খোদাই করে থাকেন। ঘটনায় হিংনা থানার পুলিশ এবং নাগপুর পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পাঁচটি দল তদন্ত শুরু করেছে। যেখানে মৃতদেহ উদ্ধার হয়েছে তার থেকে প্রায় ১৫ ফুট দূরে রক্ত পড়ে থাকতে দেখা গিয়েছে।