পাঁচ বছরের রেকারিং ডিপোজিটের (আরডি) মাসিক অর্থ জমা দিতে দেরি হলে গুনতে হত জরিমানা। লকডাউনের পরিস্থিতিতে সেই জরিমানা দিতে হবে না বলে জানাল ভারতীয় ডাক। আগামী ৩০ জুনের মধ্𝓰যে টাকা জমা দিলে সেই সুবিধা পাওয়া যাবে।
ডাক বিভাগের তরফে বলা হয়েছে, 'যদি ২০১৯-২০ অর্থবর্ষ ও চলতি বছরের এপ্রিলের কোনও টাকা বাকি থাকে, তাহলে RD বা SSA বা PPF অ্যাকাউন্ট গ্রাহকরা ဣআগামী ৩০ জুন পর্যন্ত সেই টাকা জমা দিতে পারবেন। সেজন্য কোনও জরিমানা (penalty/ revival fee) লাগবে না।'
আরও পড়ুন : Tax Return, 🌳Investment Proof, GST- কী কী ক্ষেত্রে সময়সীমা বღৃদ্ধি ৩০ জুন অবধি?
তবে India P﷽ost Payments Bank savings account-এর মাধ্যমে আরডি-তে অনলাইনে টাকা জমা দেওয়া যাবে।
আরও পড়ুন : PM-CARES fund: ত্রাণ তহবিল🧸ে টাকা দিয়ে পা♋ন ১০০ শতাংশ করছাড়, জানুন বিশদে
উল্লেখ্য, পোস্ট অফিস আরডি-র ক্ষেত্রে প্রতি মাসে একটি নির্দিষ্ট জমা🥃 দিতে হয়। একবার গ্রাহক আরডি অ্য়াকাউন্ট খুললে তাঁর ক্ষেত্রে সুদের হার এক থাকে। যদি কোনও মাসের ১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে পরবর্তী মাসের ১৫ তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া যায়। আর যদি কোনও মাসের ১৬ তারিখ থেকে সেই মাসের শেষ কর্মদিবসের মধ্যে অ♛্যাকাউন্ট খোলা হয়, তবে পরবর্তী মাসের শেষ কর্মদিবস পর্যন্ত টাকা দেওয়া যাবে। যদি সেই তারিখ পেরিয়ে যায়, তাহলে প্রতি ১০০ টাকার জন্য এক টাকা জরিমানা ধার্য হয়। পরে গ্রাহককে প্রথমে মাসিক অর্থের সঙ্গে জরিমানা দিতে হয়। তারপর সংশ্লিষ্ট মাসের টাকা দিতে হয়। তবে পরপর চারবার টাকা জমা দেওয়ার দিন পেরিয়ে গেলে, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন : PPF, NSC, Post Office Deposit, KVP, Recurring-আগে কত শতাংশ সুদ প🥂েতেন, এখন কত পাবেন?