রাজীব জয়সওয়াল
ভারতে দারিদ্রতা কমছে! বিশ্ব ব্যাঙ্কের সমীক্ষায় এমন আশার কথা উঠে এসেছে। পরিসংখ্যান বলছে ২০১১ সালের তুলনায় ২০১৯ সালে দেশে দারিদ্রতা ১২.৩ শতাংশ কমেছে। ইন্টারন্যাশানাল মনিটারি ফান্ডের দাবি, চূড়ান্ত দারিদ্রতা প্রায় দূর করে ফেলেছে ভারত। এদিকে তাৎপর্যপূর্ণভাবে দেখাꦑ যাচ্ছে গ্রামীণ এলাকায় দারিদ্রতা হ্রাসের হার শহরাঞ্চলের তুলনায় বেশি।গ্রামীণ এলাকায় ২০১১ সালে দারিদ্রতা ছিল ২৬.৩ শতাংশ। সেটা ২০১৯ সালে কমে দাঁড়ায় ১১.৬ শতাংশ। শহরাঞ্চলে দারিদ্রতা সেই সময়কালের মধ্যে ১৪.২ শতাংশ থেকে কমে দাঁড়𒊎িয়েছিল ৬.৩ শতাংশ।
বিশ্বব্যাঙ্কের সমীক্ষা বলছে ২০১১-২০১৯ সালের মধ্যে গ্রামীণ এলাকায় দারিদ্রতা কমেছে ১৪.৭ শতাংশ পয়েন্ট। শহরাঞ্চলে সেই দারিদ্রতা কমেছে ৭.৯ শতাংশ পয়েন্ট। অর্থনীতিবিদ সুতীর্থ 𝓡সিংহ রায় ও রয় ভ্য়ান দের ওয়েদির উদ্য♊োগে এই পেপার তৈরি হয়েছে।
বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে এই সমীক্ষায়। দেখা যাচ্ছে ছোট জমির মালিক এমন কৃষকদের আয়ের হার কিছুটা বেড়েছে▨। সমীক্ষা অনুসারে দেখা যাচ্ছে ছোট চাষিদের বার্ষিক আয় প্রায় ১০ শতাংশ বেড়েছে ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পরꦜ্যন্ত। অন্যদিকে সেই সময়কালে বড় চাষিদের আয় মাত্র ২ শতাংশ বেড়েছে। তবে গোটা পরিসংখ্যানটাতেই করোনা পরিস্থিতির আগেই হিসাব উল্লেখ করা রয়েছে।