অবশেষে গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে জিতে গেলেন প্রমোদ সাওয়ান্ত। বিজেপির অন্দরমহল সূত্রে খবর, তাঁকেই গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বাছা হয়েছে। দ্বিতীয়বারের জন্য তিনি ওই চেয়ারে বসছেন। বিজেপির বিধায়কদের নিয়ে মিটিংয়ে এদিন এব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এদিনের বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমার ও এল মুܫরুগন উপস্থিত ছিলেন। এদিকে মনোহর পরিক্করের প্রয়াণের পরে গোয়ার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন প্রমোদ সাওয়ান্ত। ফের তাঁকেই বসানো হচ্ছে গোয়ার মুখ্যমন্ত্রীর চেয়ারে।
এদিকে ফলাফল ঘোষণার পর থেকে গোয়ার মুখ্যমন্ত্রীর চেয়ারে কে বসবেন তা নিয়ে নানা জল্পনা চলছিল। আর ফল ঘোষণার ১১দিনের মাথায় এনিয়ে সিদ্ধান্ত নিলেন বিজেপি নেতৃত্ব। এদিকে মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন বিশ্বজিৎ রানে। তিনি গোয়ার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। অন্যদিকে হিমাচল প্রদেশের রাজ্যপাল যিনি আদপে গোয়ারই বাসিন্দা সেই রাজেন্দ্র আরলেকারের নাম নিয়েও জল্পনা চলছিল। তবে শেষ পর্যন্ত সকলকে টেক্কা দিয়ে এগিয়ে🍎 গেলেন প্রমোদ সাওয়ান্ত। কেন্দ্রীয় মন্ত্র๊ী বলেন, বিশ্বজিৎ রানেই প্রমোদ সাওয়ান্তের নাম বিধানসভা দলনেতা হিসাবে ঘোষণা করেন। সকলেই সেই নামকে মান্যতা দিয়েছেন। আগামী পাঁচ বছরের জন্য তিনি বিধানসভার দলনেতা হিসাবে নিয়োজিত থাকবেন। প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, তিনটি নির্দল, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গেও আমরা কথা বলব। আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করতে যাচ্ছি।