বিহার বিধানসভার উপনির্বাচনে ঝোড়ো ব্যাটিং করেছে বিজেপি নেতৃত্বাধ🧸ীন এনডিএ জোট। ফলত, যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে দু'টিতে জয়ী হ🐭য়েছে বিজেপি আর বাকি দু'টিতে জিতেছে তার শরিকরা।
শনিবার ভোটের ফল সামনে আসার পরই এ নিয়ে মুখ খোলেন একদা ভোটকুশলী এবং বর্তমানে জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা নেতা প্রশান্ত কিশোর ওরফে পিকে। প্রসঙ্গত, বিহারের এই উপনির্বাচনের মাধ্যমেই ভোট ময়দানে নেমেছে পিকে-র দল। কিন্তু, চারটি আসনে প্রার্থী দিলেও একটিতে♕ও জিততে পারে𝔍নি তারা। উপরন্তু, তিনটি আসনে প্রার্থীদের জমানত পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে!
নিজের দলের যখন এই হাল, তখনই বিহার উপনির্বাচনের ফলাফল নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোল🐻েন পিকে। বলেন, বিহারের উপনির্বাচনে এনডিএ-র এই জয় 'একটি উদ্বেগের বিষয়'।
পিকে-র বক্তব্য, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সরকার কয়েক দশক ধরে পিছিয়ে থাকা বিহারকে আজও উন্নয়নের নিরিখে সামনের সারিতে তুলে আনতে পারেনি𝓡। এটা তাদের 'ব্যর্থতা'। তা সত𓂃্ত্বেও বিহার বিধানসভা উপনির্বাচনে এনডিএ জয়ী হওয়ায় চিন্তিত একদা বিজেপি-র নির্বাচনী পরামর্শদাতা প্রশান্ত কিশোর।
শনিবার পটনায় একটি সাংবাদিক সম্মেলন করেন পিকে। সেখানে তাঁর দলের এই প্রাথমিক পরাজয়কে সেভাব🤪ে গুরুত্ব দেননি তিনি। বরং, পিকে জোর দিয়েছেন অন্য ইতিবাচক দিকটিতে। তিনি জানান, যে চারটি আসনে তাঁরা লড়েছিলেন, তাতে সামগ্রিকভাবে মোট ভোটের নিরিখে জন সুরজ পার্টি পেয়েছে '১০ শতাংশ' ভোট।
কিন্তু, তাঁর দলের বিরুদ্ধে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর ভাগের ভোট কাটার যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে একওবাক্যে খারিজ করে দিয়েছেন প্রশান্ত কিশোর।
পিটিআই সূত্রে খবর, এই প্রসঙ্গে পিকে বলেন - 'আরজেডি ৩০ বছরের পুরোনো একটি রাজনৈতিক দল। তাদের দলের রাজ্য সভাপতির ছেলেই ভোটের লড়াইয়ে তৃতীয় হয়েছেন। এর জন্য কি জন সুরজ পার্টি দায়ী হতে পারে? বেলাগঞ্জে যত মুসলিম ভোট ছিল, তার সবই গিয়েছে জনতা দল (ইউনাইটেড)-এর প্রার্থীর ঝুলিতে। ইমামগঞ্জে বরং জন সুরজ এনডিএ-র ভোটেই ভাগ বসিয়েছে। তা না হলে কেন্ꦓদ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তান আবাম মোর্চা আরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করত।'
প্রসঙ্গত, 🔜ইমামগঞ্জ বিধানসভা কেন্দ্রটি একটি সংরক্ষিত আসন। সেই আসনে পূর্বতন বিধায়ক, বর্ত𓆏মানে গয়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির পুত্রবধূ দীপা মাত্র ৬,০০০ ভোটের ব্যবধানে আরজেডি প্রার্থীকে পরাজিত করেছেন।
ওই কেন্দ্রে জন সুরজ♊ পার্টির প্রার্থী ছিলেন জিতেন্দ্র পাসওয়ান। তিনি তিন নম্বর স্থানে লড়াই শেষ করেন। তাঁর ঝুলিতে ৩৭ হাজারেরও বেশি ভোট পড়েছে।
এদিকে, এই বিꦅধানসভা উপনির্বাচনে মোট চারটি কেন্দ্রের মধ্যে তিনটিতেই জন সুরজ পার্টির প্রার্থীদের জমানত জব্দ 🌊হয়। তাঁরা সব মিলিয়ে এক-ষষ্ঠাংশেরও কম ভোট পান!
এ নিয়ে প্রশ্ন করা হলে পিকে বল𒁃েন, 'এটা নিয়ে অত ভাবার বা চিন্তা করার কিছু নেই। বরং, যেটা উদ্বেগের বিষয়, তা হল - বিহারে এত দিন ধরে র🌄াজত্ব করার পরও, পিছিয়ে পড়া এই রাজ্যকে উন্নত করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও এনডিএ নিরঙ্কুশ জয় পাচ্ছে!'
প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনেও জন সুরজ পার্টি যে এককভাবে বিহারের ২৪৩টি আসনে লড়বে, তা আরও একবার ♈স্পষ্ট করে দিয়েছেন প্রশান্ত কিশোর।