হাসপাতালে আবারও সামনে এল অমানবিক দৃশ্য। এক গর্ভবতী মহিলাকে তার মৃত স্বামীর রক্তমাখা বিছানা জোর করে পরিষ্কার করানোর অভিযোগ উঠল একটি স্বাস্থ্য কেন্দ্রে। এমনই অমানবিক ঘটনা ঘটল মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলার একটি🔜 স্বাস্থ্য কেন্দ্রে। জানা গিয়েছে, ওই মহিলা পাঁচ মাসের গর্ভবতী। এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পরে যায় মধ্যপ্রদেশ সহ গোটা দেশে। ইতিমধ্যেই বিষয়টি সামনে আসার পর কঠোর পদক্ষেপ করেছে মধ্যপ্রদেশের স্বাস্থ্য বিভাগ। এই ঘটনার জন্য একজন চিকিৎসক এবং দুজন নার্সের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: AIIMS-এ♉ স্থানীয়দের নিয়োগ চাই, দাবিতে MP জগন্নাথকে ঘিরে বিক্ষোভ BJP সমর্থকদেরই
জানা গিয়েছে, মহিলার স্বাস্থ্য কেন্দ্রের বেড পরিষ্কার করার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে শুক্রবার। জেলার গারদাসারি স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। সেটি ভাইরাল হওয়ার পরেই ﷽রাজ্য সরকার গারদাসারি স্বাস্থඣ্য কেন্দ্র প্রশাসনকে শোকজ করে। জানা গিয়েছে, ওই মহিলার নাম রোশনি মারাউই। স্বাস্থ্য কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, যে তিনি তার স্বামীর রক্ত ভেজা কাপড় প্রমাণ হিসেবে সংগ্রহ করে রাখতে চেয়েছিলেন তাকে বেড পরিষ্কার করতে বলা হয়নি।