নির্ভয়াকাণ্ডের অন্যতম দোষী বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে। গত বুধবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল বিনয়।নির্ভয়াকাণ্ডে ফাঁসির সাজায় দণ্ডিত ৪ ধর্ষকের প্রাণ বাঁচানোর আরও ১টা পথ বন্ধ হল। শনিবার বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আবেদনে বিনয় জানিয়েছিল, তার বয়স মাত্র ২৬ বছর। একটা ভুল করে ফেলেছে সে। কিন্তু জ্বলজ্যান্ত ছেলেটাকে মরতে দেখলে ভেঙে পড়বেন বাবা – মা। কিন্তু অপরাধের গুরুত্ব বিবেচনা করে ফাঁসি রদের জন্য সেই যুক্তি গ্রহণযোগ্য মনে করেনি সরকার।শনিবার সকালেই তিহাড় জেলে ফাঁসিকাঠে ঝোলার কথা ছিল নির্ভয়ার ৪ অপরাধীর। কিন্তু শুক্রবার শেষ মুহূর্তে মৃত্যুপরোয়ানায় স্থগিতাদেশ জারি করে দিল্লির আদালত। ফলে ৪ অপরাধীর ফাঁসি কবে হবে তা এখনো অজানা। যা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে জনমানসে।