আরও দুটি ব্যাঙ্ক প্রাইভেটাইজেশনের বিষয়ে ভাবছেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। সেই নিয়েই হল উচ্চ-পর্যায়ে🔥র বৈঠক। ক্যাবিনেট সেক্রেটারির অধীনস্ত বিলগ্নিকরণ সংক্রান্ত সেক্রেটারিদের প্যানেল এ বিষয়ে বৈঠক করেন।
সূত্রের খবর, এদিন Indian Overseas Bank এবং Central Bank of India বেসরকারিকরণের বিষয়ে আলোচনা করেছে কেন্দ্রীয় বিশেষজ্ঞ কমিটি। যদিও এ বিষয়ে এখনও কেন্দ্রের তরফে🍷 কিছু জানানো হয়নি।
গত ফেব্রুয়ারিতে বাজেটে দুইটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও একটি বিমা সংস্থা ব𒆙েসরকারিকরণের কথা জানান অর্থমন্ত্রী নির্মলাꦐ সীতারামন। কোন কোন ব্যাঙ্কের নাম প্রস্তাবিত করা হবে, তার দ্বায়িত্ব নীতি আয়োগের ওপর দেওয়া হয়। ইতিমধ্যেই বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক সেরেছে নীতি আয়োগ। গত এপ্রিলে প্রাথমিকভাবে কয়েকটি নামও জমা দেয়।
বিভিন্ন দিক থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হচ🧜্ছে। রেগুলেশন সংক্রান্ত সমস্যা, এইচআর ম্যানেজমেন্ট, আর্থিক অবস্থা ইত্যাদি দিক নিয়ে পর্যালোচনা চলছে।
নীতি আয়োগ নাম প্রস্তাবিত নামগুলি পাঠানো হয়েছে ক্যাবি𒊎নেট সেক্রেটারির অধীনস্ত বিলগ্নিকরণ সংক্রান্ত সেক্রেটারিদের প্যানেলের কাছে। উচ্চপর্যায়ের প্যানেলে আছেন অর্থমন্ত্রকের সচিব, রেভেনিউ সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট-এর সচিব প্রমুখ।
এখান থেকে সবুজ সংকেত মিললে নামগুলি যাবে অল্টারনেট মেকানিজম-এ। সবশেষে প্রধানমন্ত্রীর নেতৃত্বꦫাধীন ক্যাবিনেটে। সেখানে সায় মিললেই ঘোষিত হবে নাম।