সিডনিগামী বিমানের একটি ইঞ্জিন মাঝ আকাশে বিকল হয়ে যায় আজ। ঘটনায় আতঙ্ক ছড়ায়। নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে টেকইফের কিছু পরই বিমানের পাইলট 'মে-ডে' সতর্কতা জারি করেন। তবে চরম সংকট কাটিয়ে শেষ পর্যন্ত নিরাপদেই বিমানটি অবতরণ করে গন্তব্যে। জানা যায়, কান্তাস কিউএফ১৪৪ উড়ানটি আজ সিডনিতে স্থানীয় সময় সাড়ে তিনটের সময় নিরাপদে অবতরণ করে। (আরও পড়ুন: বছর ৭১-এর বৃদ্ধকে রাস্তায় ছেঁছড়ে নিয়ে𒊎 যাচ্ছে স্কুটার, ভাইরাল হাডꦕ়হিম ভিডিয়ো)
অস্ট্রেলিয়ার কান্তাস বিমান সংস্থার বোয়িং ৭৩৭-৮০০-এর একটি ইঞ্জিন মাঝ আকাশেই বিকল হয়ে যায়। এরপরই পাইলট এয়ার ট্রাফিককে 'মে-ডে' বার্তা পা🥀ঠান। তবে পরবর্তীতে একটি ইঞ্জিনেই বিমানের ভারসাম্য বজায় রাখতে সমর্থন হন পাইলট। এরপর সতর্কতা 'প্যান-প্যান'-এ নামিয়ে দেওয়া হয়। অর্থাৎ, অবতরণের সময় সম্ভাব্য সাহায্য প্রয়োজন হতে পারে। তবে দে🍃খা যায়, বিমানটি স্বাভাবিক ভাবেই অবতরণ করতে সক্ষম হয় অকল্যান্ড বিমানবন্দরে।
আরও পড়ুন: কিন্ডারগার্টꦆেনে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ইউক্রেনের মন্ত্রী, ২ শিশুসহ ১৬
এদিকে পাইলটের থেকে সতর্ক বার্তা পাওয়ার পরই সিডনি বিমানবন্দরের তরফে ১২টি দমকলের ইঞ্জিন তৈরি রাখা হয়েছিল। তবে বিমান ক্ষতিগ্রস্ত হয়নি। রিপোর্টে অবশ্য দাবি করা হয়, অস্ট্রেলিয়ার অকল্যান্ড থেকে টেকঅফের দুই ঘণ্টা পরই বিমানের উচ্চতা নেমে যায় আচমকাই। বিমানের গতিও কমে যায়। এর জেরে এক ঘণ্টাﷺ দেরিতে গন্তব্যে পৌঁছায় বিমানটি। এদিকে এএফপি রিপোর্ট করে জানায়, বিমানটি অবতরণের পর সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে বের করে নিয়ে আসা হয়। বিমানে কোথাও অগ্নিসংযোগের কোনও ঘটনা ঘটেনি। এদিকে অবতরণের পরই বিমানটিকে পরীক্ষা করেন ইঞ্জিনিয়াররা। তবে কী কারণে মাঝ আকাশে একটি ইঞ্জিন বিকল হয়ে ℱগেল, তা এখনও স্পষ্ট নয়। পূর্ণাঙ্গ তদন্তের পরই এর কারণ জানা যাবে।