বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন তাঁর বৌমা ঐশ্বর্য রাই। নিরাপত্তাকর্মী দিয়ে তাঁকে বাড়ি থেকেও বের করা হয়েছꦉে বলে অভিযোগ তেজ প্রতাপ যাদবের স্ত্রী।
ঐশ্বর্যের দাবি, ঘটনার সূত্রপাত তাঁর একটি প্রশ্ন ঘিরে। সম্প্রতি বি এন কলেজে তাঁর বিধায়ক বাবা চন্দ্রিকা রাইয়ের অশালীন পোস্টার পড🤪়েছে। ঐশ্বর্য বলেন, "এ বিষয়ে জিজ্ঞাসা করতেই রাবড়ি দেবী ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমরা চুল টেনে ধরেন। আমার প্রচন্ড ব্যথা হয়। তারপর নিরাপত্তারক্ষীরা আমায় জোর করে বাড়ি থেকে বের করে দেন।"
এꦦই খবর জানতে পেরে ১০ নম্বর সার্কুলার রোডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন চন্দ্রিকাবাবু। সাচিওয়ালা থানায় রাবড়ি দেবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। শারীরিক পরীক্ষার জন্য ঐশ্বর্যকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১০ নম্বর সার্কুলার রোডে গ𝓀িয়েছে পুলিশের একটি দল। সাছিওয়ালার ডিএসপি রাকেশ প্রভাকর বলেন, "দল রিপোর্ট জমা দেওয়ার আমরা এবিষয়ে কিছু বলতে পারব না।"
এর আগেও, শাশুড়ির বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুলেছিলেন ঐশ্বর্য। গত ২৯ সেপ্টেম্বর রাবড়ি দেবী ও 🌃তাঁর মেয়ে মিসা ভারতীর বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। সেই সময় পুলিশে অভিযোগ দায়ের করার কথাও বলেছিলেন।
চন্দ্রিকা বলেন, "গতবার আমরা অভিযোগ দায়ের করিনি। ♛এবার করব।" যদিও নিগ্রহের অভিযোগ উড়িয়ে দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন সমস্যা থেকে নজর ঘোরাতে এসব অভিযোগ করছে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা।