মুসলিম তোষণের নানা অভিযোগ নানা সময়ে নানা নেতা নেত্রীর বিরুদ্ধে ওঠে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর নাম। আসলে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছেে মহরমের অনুষ্ঠানে তাজিয়ার সামনে কার্যত আরাধনা করছ𓂃েন রাবড়ি দেবী। আর সেই ভিডিও ভাইরাল হতেই অনেকেই নানা কথা বলতে শুরু করেছেন। বিজেপির তরফ নিশানা করা হয়েছে লালু প্রস꧑াদ ও তাঁর পরিবারকে।
বিজেপি নেতৃত্বের দাবি, রাবড়িদেবী আসলে মুসলিম সমাজকে তোষণ করছেন কিন্তু অন্যদিকে যখন হিন্দু আবেগকে আঘাত করা হচ্ছে তিনি একেবারে নীরব থাকছেন। এই ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি ন⛦েতা সুশীল মোদী। তিনি বলেন, তারা সব সময়তেই তোষামোদের রাজনীতি করেন। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য তারা সবকিছু করতে পারেন।
বিজেপি নেতা অরবিন্দ কুমার সিং জানিয়েছেন, লালু প্রসাদ যাদব এবং রাবড়ꦐি দেবী মুসল💦িমদের তাজিয়ার সামনে পুজো করেছেন, তোষামোদ করেছেন, ভোটকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন এটা নিয়ে কোন ব্যাপার নয়।। কিন্তু যখন রামচরিত মানস নিয়ে কোন অপমানজনক মন্তব্য করা হয় তখন লালু প্রসাদ ও রাবড়ি দেবী কেন নীরব থাকেন?
এদিকে গত ২৯ শে জুলাই মুসলিম♛ সম্প্রদায়ের লোকজন রাবড়ি দেবীর সরকারি আবাসনে তাজিয়ার শোভাযাত্রা নিয়ে যান। তারপরই দেখা যায় তিনি সেই অনুষ্ঠানে তাঁরা অংশ নিচ্ছেন। লালু প্রসাদ নিজেও সেই অনুষ্ঠানে অংশ নেন। এনিয়ে টুইট করে একটি ভিডিয়োকে সামনে আনা হয়েছে।𒉰 আর সেই ভিডিয়োকে ঘিরেই বিতর্কের সূত্রপাত।
প্রসঙ্গত মুসলিম সম্প্রদায় তাজিয়ার শোভাযাত্রা বের করেন। এ♑টা তাদের ধর্মীয় আচার-আচরণের অঙ্গ। সেই তাজিয়ায় গিয়েছিলাবৃদেবির🐻 বাসভবনে। সেখানে লালু প্রসাদ যাদু এবং রাবড়িদেবী অংশ নেন। সেখানে দেখা যায় রাবড়ি দেবী জল দিয়ে সেই পবিত্র শোভাযাত্রার সামনে নানা আচার আচরণ পালন করছেন।