গুয়াহাটির উপকণ্ঠে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ঘিরে ধুন্ধুমার কাণ্ড। শহরে ঢুকতে যাওয়ার সময় কংগ্রেস কর্মীরা বাধা দেয় পুলিশ। সেই বাধার মুখে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে গুয়াহাটির উপকণ্ঠে। উল্লেখ্য, গুয়াহাটি দিয়ে পদযত্রার অনুমতি চাওয়া হলেও তা কংগ্রেসকে দেয়নি স্থানীয় প্রশাসন। এই আবহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, গুয়াহাটিতে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আছে। শহরে মিছিল করলে সাধারণ মানুষের সমস্যা হবে। তাই শহরের পাশ কাটিয়ে যেকোনও রুট দিয়ে যেতে চাইছে মিছিলকে অনুমতি দেওয়া হবে। তবে শহরে যাত্রাকে ঢুকতে দেওয়া হবে না। সেই মতো আজ গুয়াহাটি ঢোকার পথে পুলিশি বাধার মুখে পড়েন রাহুল গান্ধীরা। (আরও পড়ুন: ১৪ জন যাত্রী নিয়ে ভারতের মাটিতᩚᩚᩚᩚᩚᩚ🌟ᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে ভেঙে পড়ল পড়শি দেশের সামরিক বিমান)
আরও পড়ুন: ফের𒅌 মা হল নামিবিয়া থেকে আসা 'জ্বলা', কুনোয় জনꦚ্ম নিল ৩ চিতা শাবক
এর আগে অসমের বাতদ্রব থান নামক একটি মন্দিরে যেতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন রাহুল গান্ধী। পুলিশ তাকে মন্দিরে ঢুকতে বারণ করলে সেখনেই কর্মী-সমর্থকদের নিয়ে ধরনায় বসেছিলেন কংগ্রেস সাংসদ। এদিকে রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র ܫবিরুদ্ধে আগেই এফআইআর দায়ের হয়েছিল অসমে। সেই এফআইআর-এ পদযাত্রার আয়োজক হিসেবে কেবি বাইজুর নামও আছে। অভিযোগ, অসমের জোরহাট থেকে নির্দিষ্ট রুটে না গিয়ে পথ পরিবর্তন করেছিল 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। এই কারণেই এফআইআর রুজু হয়েছে রাহুলের পদযাত্রার বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, নিয়ম বহির্ভূত ভাবে শহরের মধ্যে নির্দিষ্ট পথ বদল করা হয় যাত্রাকালে। এর জেরে গোটা এলাকায় অরাজকতার সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে। এই আবহে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে রাহুলের যাত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
আরও পড়ুন: '…বাংলায় আগুন জ্বলবে', ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুღ๊র
এই সবের মাঝে গুয়াহাটিতে কংগ্রেসের পদযাত্রার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত নিজে। অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা অন্য যেকোনও রুট অনুমোদন দিয়ে দেব এই পদযাত্রার জন্য। তবে গুয়াহাটিতে হাসপাতাল আছে। এই আবহে শহরের মধ্যে দি⭕য়ে পদযাত্রার অনুমতি দেওয়া হবে না। এরপরই হিমন্তকে প্রশ্ন করা হয়েছিল, বিনা অনুমতিতে যদি কংগ্রেসের পদযাত্রা গুয়াহাটিতে চলে আসে, তাহলে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে কি না। এর জবাবে হিমন্ত বলেন, 'এই ক্ষেত্রে কোনও মামলা করা হবে না। আমি চাই না তারা জাতীয় মিডিয়ার সামনে লাইমলাইটে চলে আসুক। তবে পরবর্তীকালে মামলা দায়ের হবে নিশ্চিত ভাবে। এই যাত্রায় দুই বদ ব্যক্তি অংশ নিচ্ছেন। লোকসভা ভোটের ৩-৪ মাস পর তাঁদের গ্রেফতার করা হবে।'