'আদানি, অম্বানি, টাটা এবং বিড়লাদের থেকেও আমার সময়ের মূল্য অনেক বেশি।', রবিবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নাইক সামনে দাঁড়িয়েই এক অনুষ্ঠানে এই মন্তব্য করলেন যোগগুরু রামদেব। সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, গোয়ার পানাজিতে রামদেবের সহকারী আচার্য বালকৃষ্ণকে অভিনন্দন জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই হাজির থাকতে হরিদ্বার থেকে ৩ দিনের জন্য গোয়ায় এসেছেন রামদেব। সেখানেই নিজের সময়ের দাম নিয়ে 'বিশদে বিশ্লেষণ' করলেন রামদেব। (আরও পড়ুন: বামেদের দ🎐ুষে ডিএ নিয়ে 'সুর নরম' রাজ্যের মন্ত্রী𝔉র, হকের দাবি মেটানোর আশ্বাস)
যোগগুরুর কথায়, 'শিল্পপতিরা তাঁ𒅌দের সময়ের ৯৯ শতাংশ খরচ করে থাকেন কেমলমাত্র নিজেদের স্বার্থে। কিন্তু আমার সময় তাঁদের চেয়েও বেশি মূল্যবান। কারণ, আমি সাধারণ জনগণকে ভালো রাখার জন্য নিজের সময় খরচ করি।' এদিকে তাঁর সংস্থা রতঞ্জলির ব্যবসার খতিয়ানও তুলে ধরেন রামদেব। তিনি জানান, তাঁর সংস্থা ৪০ হাজার কোটি টাকার ব্যবসা করেছে ২০২২-২৩ অর্থবর্ষে। ব্যবসার প্রসারের ক্ষেত্রে আচার্য বালকৃষ্ণর যথেষ্ট অবদান রয়েছে বলে জানান রামদেব।
আরও পড়ুন: কলকাতার ১৫ লাখ বাড়িতে আর দেখা যাবে না স্টার 🐻জলসা, জি বাংলা? চিঠি গেল মমতার কাছে
এদিকে এই অনুষ্ঠানে আরও একাধিক ইস্যু নিয়ে নিজের মতামত জানান রামদেব। পর্ন সিনেমা নিয়েও মুখ𒐪 খোলেন তিনি। বলেন, 'এখন অনেকে পর্ন ছবি দেখে। তাছাড়া সিরিয়াল আর সিনেমাতেও অশালীন দৃশ্যের ছড়াছড়ি। যুবপ্রজন্ম এই ধরনের দৃশ্য দেখে ভীষণ ভাবে প্রভাবিত হয়ে পড়েছে। অশালীন মানসিকতা তৈরি হচ্ছে এর জেরে। যুবপ্রজন্মের ছেলে-মেয়েদের ‘সুস্থ’ রাখতে আধ্যাত্মিক লেখাপড়ার ওপর জোর দেওয়া জরুরি। আমি চাই, সুস্থ-স্বাভাবিক জীবনযাপন করতে যাতে কোনও ওষুধের প্রয়োজন না হয়। এর জন্য প্রয়োজন সুস্থ পরিবেশ ও পরিস্থিতি।'