ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রামবীর꧙ ঠাকুর ৩০ বছর পর উত্তরপ্রদেশের কুন্দার্কি বিধানসভা আসনেꦑ জয়ী হয়ে রেকর্ড গড়েছেন।
মজার বিষয় হল, রামবীর ঠাকুর কুন্দর্কি আসনে ১,৭০,৫৬৫ ভোটে জয়ী হয়েছেন, উপনির্বাচনে মুসলিম সম্প্রদায়ের ১১ জন প্রার𝔍্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয় ছিনিয়ে এনেছেন।
রামবীর ঠাকুর সমাজবাদী পার্টির মহম্মদ রিজওয়ান, আজাদ সমাজ পার্টির (কাঁসিরাম) চাঁদ বাবু, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের মহম্মদ ভারিশ এবং বহুজন সমাজ পার্টির র𒅌ফতুল্লাকে পরাজিত করেছেন।
প্রায় ৩০ বছর পরে এই আসনে জয় পেল বিজেপি। এই আসনটি বরাবরই স♐মাজবাদী পার্টির গড়। এর আগে ১৯৯৩ সালে শেষ বার জিতেছিল বিজেপি। এবার ফের জয় পেল বিজেপি।
মোরাদাবাদ জেলায় রয়েছে এই বিধানসভা কেন্দ্র। এটা সম্বল লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। এখানে ৬০ শতাংশই মুসলিম সম্প্রদায়ের। এখানে একমাত্র বিজেপির হিন্দু প্রার্থী ছিল। বাকি সবারই মুসলিম প্রার🐼্থী। ১১জন প্রার্থীই মুসলিম।
এদিকে সমাজবাদী পার্টির দাবি, এই ভোটে বিজেপি সন্ত্রাস করেছিল। কারচুপি করে জিতেছে বিজেপি। সমাজবাদী পা🧜রꦦ্টির প্রধান অখিলেশ যাদব এখানে ফের নির্বাচনের দাবি তুলেছেন।
উত্তরপ্রদেশ উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানালেন অখিলেশ যাদব
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উত্তরপ্রদেশের উপনির্বাচনকে ‘নির্বাচনী র♛াজনীতির সবচেয়ে বিক🎃ৃত রূপ’ বলে অভিহিত করেছেন।
হিন্দিতে একটি পোস্টে অখিলেশ 🅰যাদব বলেন, 'যারা 'নির্বাচন'কে দুর্নীতির সমার্থক করে তুলেছে, তাদের কৌশল ছবিতে ধরা পড়েছে এবং বিশ্বের 𒊎সামনে উন্মোচিত হয়েছে।
এই উপনির্বাচন⛎ে বিশ্ব, দেশ ও উত্তরপ্রদেশ ভোটের রাজনীতির সবচেয়ে বিকৃত রূপ দেখেছে। মিথ্যাচারের সꦬময় থাকতে পারে, কিন্তু যুগ নয়।
এখন শুরু হল আসল লড়াই। অখিলে🍨শ যাদব তাঁর পোস্টে ꧙লিখেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সিশামাউ থেকে সমাজবাদী পার্টির প্রার্থী নাসিম সোলাঙ্কি 🃏৮,৫৬৪ ভোটে জয়ী হয়েছেন। তিনি বিজেপির সুরেশ অবস্থিকে পরাজিত করেন।
সোলাঙ্কির স্বামী ইরফান সোলাঙ্কি ২০১২, ২০১৭ এবং ২০২🌸২ সালে এই আসন থেকে জয়ী হন।
ফৌজদারি ওমামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে ইরফান সোলাঙ্কির বিধানসভা থেকে অযোগ্য ঘোষণার কারণে বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনের প্রয়োজন হয়ে𒈔ছিল।