একেবারে আশ্চর্য ও বিরলতম ঘটনা। ২১ দিন বয়সী একটি শিশুর তলপেটে আটটি ভ্রূণের সন্ধান মিলেছে। রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ওই শিশ🌠ুর অপারেশন হয়। পিটিআই সূত্রে খবর, ডাঃ মহম্মদ ইমরান🍌 জানিয়েছেন, তলপেটে একটি সিস্টের মধ্যে ওই ভ্রূণগুলি ছিল। এগুলি তিন থেকে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্য়ের।
মেডিক্যাল টার্ম অনুসারে এটিকে ফেটাস ইন ফেটু (FIF) বলে উল্লেখ করা হয়। এক্ষেত্রে একাধিক অপরিণত ভ্🐽রূণ যমজ শিশুর মধ্য়ে থেকে যায়। তবে পেপার আর জার্নালে যেটুকু জানা যায় যে অতীতে সাধারণত একটি ভ্রূণ পাওয়ার নজির রয়েছে। এর আগে এরকম আটটি ভ্রূণ পাওয়ার নজির নেই। তবে এই FIF অত্য়ন্ত বিরল। পাঁচ লাখ শিশুর জন্মের মধ্যে মাত্র একজনের ক্ষেত্রে এমনটা হয়।
ঝাড়খণ্ডের রামগড় জেলায় ♔ওই শিশু ১০ অক্টোবর জন্ম নিয়েছিল। তার তলপেটে একটা লাম্প মতো ছিল। চিকিৎসকরা সেটি অপারেশনের জন্য় পরামর্শ দেন। কারণ পরে তার তলপেটে সমস্যা হতে পার🔴ে।
ওই চিকিৎসক জানিয়েছেন, ওই শিশুকন্෴য়াকে হাসপাতালে ভর্তি করা হয় যখ🔥ন তার বয়স ২১ দিন। প্রাথমিকভাবে তার তলপেটে সিস্ট জাতীয় কিছু পাওয়া যায়। এরপর ১ নভেম্বর সেটি অপারেশন করা হয়। তখনই দেখা যায় আটটি ভ্রূণ রয়েছে তলপেটে।
চিকিৎসক জানিয়েছেন শিশুটির অবস্থা এখন স্থিতিশীল। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সপ্তাহখানেকের মধ্য়ে তাকে ছুটি দেওয়া হবে। রানি হ﷽াসপাতালের সুপার রাজেশ সিং পিটিআইকে জানিয়েছেন, এটা বিরলতম ঘটনা। আন্তর্জাতিক জার্নালে আমরা এটা প্রকাশ করব।