আদানি গোষ্ঠীর কোম্পানিতে আপনারা কতটা জড়িয়ে? দেশ🌠ের বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাছে তথ্য চেয়ে পাঠাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর ধস নামার পর, এবার নড়েচড়ে বসেছে RBI-ও।ℱ সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে।
গত সপ্তাহে মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে দাবি করা হয়, আদানি গোষ্ঠীর ঘাড়ে বিশাল অঙ্কের ঝুঁকিপূর্ণ দেনা। আবার সংস্থার শেয়ারও নাকি 'অতিরিক্ত মূল্যায়ন' করা। সেই কারণে যে কোনও সময়ে আদানি সাম্রাজ্যের পতন হতে পারে, দাবি করে হিন্ডেনবার্গ। আদানি গোষ্ঠীর বর্তমানে মোট ৭টি সংস্থা শেয়ার বাজারে তালিকাভুক্ত রয়েছে। অত্যন্ত চড়া ভ্যালুয়েশনের কারণে সংস্থাগুলির শেয়ারে প্রায় ৮৫% নেতিবাচক প্রবণতা রয়েছে বলে উল্লেখ করেছে হিন্ডেনবার্গ। আরও পড়ুন: এক রিপোর্টেই পতন শেয়ারে! বিশ্বে🗹র প্রথম ১০ ধ🌟নীর এলিট লিস্টের বাইরে গৌতম আদানি
যদিও সেই দাবি নাকচ করেছে আদানি গোষ্ঠী। সংস্থা জানিয়েছে, তাদের ক্রেডিট রেটিং যথেষ্ট ভালো। এগুলি আসলে মার্কিন সংস্থার উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত। যদিও তাতে চিঁড়ে ভেজেনি। মাত্র এক সপ্তাহের ব্যবধানেই বাজা💛র থেকে ১০০ বিনিয়ন মার্কিন ডলার 'হাওয়া'🐻 হয়ে গিয়েছে আদানি গোষ্ঠীর। FPO সাবস্ক্রাইব হওয়ার পরেও ভবিষ্যতের কথা ভেবে তা বাতিল করেছে আদানি এন্টারপ্রাইজ।
আর এবার আদানি গোষ্ঠীর সঙ্গে কোন বাণিজ্যিক ব্যাঙ্ক কতটা জড়িত, আগেভাগেই তার বিশদ দেখতে চাইল রিজার্ভ ব্যাঙ্ক। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স♎রকার ও ব্যাঙ্কিং খাতের সূত্রমাফিক এই খবর মিলেছে। এই বিষয়ে এখনও পর্যন্ত♛ RBI কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
বৃহস্পতিবারও স্টক মার্কেটে আদানি গ্রুপের শেয়ার নিম্নগামীই থেকেছে। বিনিয়োগকারীদের আ𝓡শ্বাস দিয়ে ইউটিউবে একটি ভিডিয়ো প্রকাশ করেছে আদানি গোষ্ঠী। তবে বিলিয়নিয়ার গৌতম আদানির ভিডিয়োতেও খুব একটি প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে না।
দিনের শুরু থেকেই আদানি গোষ্ঠীর বেশিরভাগ সংস্থাই নিম্নগামী হয়েছে। এক 𓃲নজরে দেখে নিন✱ প্রতিটি শেয়ারের বর্তমান অবস্থা। সেই সঙ্গে গত ৫ দিনে পরিবর্তনের হারও দেওয়া হল।
- আদানি গ্রিন এনার্জি: -৩৬.১৫% (১,০৩৯.৮৫ টাকা)
- আদানি ট্রান্সমিশন: -২৭.০৭% (১,৫৫১.১৫ টাকা)
- আদানি পাওয়ার: -১৮.৫১% (২০২.০৫ টাকা)
- আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন: -৩৬.০৪% (৪৩৭.২০ টাকা)
- আদানি এন্টারপ্রাইজেস: -৫১.২৫% (১,৬০১.৫৫ টাকা)
- আদানি উইলমার: -১৮.৫৫% (৪২১ টাকা)
- আদানি টোটাল গ্যাস: -৪৩.৭৭% (১,৭০৭.৭০ টাকা)
গত বছর, ২০২২ সালে আদানি এন্টারপ্রাইজেসের শেয়ার প্রায় ১২৫% বেড়েছিল। এর ফলে বিশ্বের ꧟তৃতীয় ধনীতম ব্যক্তির আসনে চলে আসেন গৌতম আদানি। গ্রুপের অন্য সংস্থাগুলির শে🌟য়ারও প্রায় ১০০% চড়েছিল।
এদিকে পাল্লা দিয়ে বেড়েছে ঋণও। ২০২১-২২ ত্রৈমাসিকে আদানি গ্রুপের মোট ঋণের অঙ্ক প্রায় ২.২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। প্রায় ৪০% বেড়েছে ঋণ। গত বছর সেপ্টেম্বরে এই বিপুল ঋণের অঙ্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্লেষক সংস্থা CreditSights । আরও পড়ুন: LIC on Adani: আদানি গ্রুপের শেয়ার ডুবলেও ভয় কম! খুব বেশি বিনিয়োগ নেই💧, দা෴বি LIC-র
বিভিন্ন প্রকল্পের জন্য ব্যাঙ্কগুলির যৌথমঞ্চ থেকে হাজা𝐆র কোটি টাকার ঋণ নিয়েছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থা। আর এমন পরিস্থিতিতে আগে থেকেই তাই সেই তথ্য জানতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউন💛লোড করার🌌 লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup