Rekha Jhunjhunwala portfolio: জানুয়ারি থেকে মার্চ ২০২৩। এই তিন মাসে কানারা ব্যাঙ্কের শেয়ার শূন্য রিটার্ন দিয়েছে। তা সত্ত্বেও, রেখা ঝুনঝুনওয়ালা এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং স্টকে তার ভরসা বজায় রেখেছেন। কানারা ব্যাঙ্কে বিনিয়োগকারীদের শেয়ার হোল্ডিং Q4FY23-তে মোটামুটি স্থিতিশীল পর্যায়েই ছিল। খুব বেশি হেরফের হয়নি। কানারা ব্যাঙ্কের শেয়ারহোল্ডিংয়ের আপডেট অনুসারে, রেখা ঝুনঝুনওয়ালা এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ২.০৭ শতাংশ শেয়ার ধরে রেখেছেন। আরও পড়ুন: ৯৯ বছর বয়সে ভারতের বয়স্কতম ধনকুবের এই ব্যক্তি, কোন কোম্পানির কর্তা জানেন?
রেখা ঝুনঝুনওয়ালার শেয়ারহোল্ডিং
২০২৩-এর জানুয়ারি থেকে মার্চে কানারা ব্যাঙ্কের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুসারে, রেখা ঝুনঝুনওয়ালার অধীনে কানারা ব্যাঙ্কের ৩,৭৫,৯৭,৬০০টি শেয়ার রয়েছে। এটি ব্যাঙ্কের মোট শেয়ারের🌳 ২.০৭ শতাংশ। এর আগে💎র ত্রৈমাসিকে কানারা ব্যাঙ্কের শেয়ারের দাম প্রায় ১৩.৫০ শতাংশ কমে যাওয়া সত্ত্বেও রেখা ঝুনঝুনওয়ালা কিন্তু এই শেয়ার বেচেননি। আবাক 'ডিপ'-এ নতুন শেয়ারও যোগ করেননি। ২.০৭%-এই ধরে রেখেছেন।
কানারা ব্যাঙ্কের শেয়ার নিয়ে আশাবাদী অনেকে
রেখা ঝুনঝ💯ুনওয়ালার মতোই, স্টক মার্কেট বিশেষজ্ঞরাও কানারা ব্যাঙ্কের শেয়ার নিয়ে আশার আলো দেখাচ্ছেন। তাদের মতে কানারা ব্যাঙ্কের শেয়ারের বুলিশ প্রবণতা রয়েছে। খুব শীঘ্রই কানারা ব্যাঙ্কের শেয়ার বেড়ে ৩১০ টাকার স্তরে যেতে পারে।
বিশেষজ্ঞদেꦦর মতে, US ফেড মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাঙ্ক সংকটের কারণে মার্কিন মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়েছে। আর তার প্রভাব পড়ছে ব্যাঙ্কিং, অটো, ক্যাপিটাল গুডস এবং রিয়েল এস্টেট স্টকের উ💯পরেও। কানারা ব্যাঙ্কের লিকুইডিটি নিয়ে চাপ নেই। এদিকে সুদের হারও ভাল থাকায় ব্যবসা নিয়ে চিন্তা নেই। ফলে শেয়ার উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা প্রবল।
কানারা ব্যাঙ্কের শেয়ারের ইতিহাস
ঠিক এক বছর আগে, ১৮ এপ্রিল ২০২২ সালে কানারা ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল ২৩৪ টাকা করে ছিল। সেখান থেকে বর্তমানে শেয়ারের দাম ২৯০ টাকায় পৌঁছে গিয়েছে। আরও পড়ুন: Tata-র এই শেয়ারে হতে পারে মুনাফা! বিনিয়োগ আছে রেখা ঝুনঝুনওয়ালারও
আবার 🅺যদি ৫ বছর আগের রেকর্ড ঘেঁটে দেখা হয়, সেꦇক্ষেত্রে ২০১৮ সালের ২০ এপ্রিল কানারা ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল ২৫৮ টাকা।