রাকেশ ঝুনঝুনওয়ালা আর আমাদের মধ্যে নেই। তবে শেয়ার বাজারে তাঁর ঐতিহ্য আজওও অটুট। তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও-র দিকে নজর রাখেন সকলে। সম্প্রতি এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে শেয়ার বাড়িয়েছেন তিনি। কোন ব্যাঙ্ক?
Canara Bank
৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে কানাড়া ব্যাঙ্কে আরও শেয়ার বাড়িয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা। এই PSU ব্যাঙ্কের শেয়ারটি গত ২০২২ সালজুড়ে ভালোই পারফর্ম করেছে। ফলে এমন শেয়ারে বিনিয়োগ বৃদ্ধি করাটাই স্বাভাবিক। আরও পড়ুন: Shares with bumper return: রাষ্ট্রায়ত্ত সংস্থায় ১ লাখ টাকা পরিণত হয়েছে ৪৫ ক🐭োটি꧅তে! ৩ বার জারি বোনাস শেয়ার
২০২১ সালের অগস্টে নিজের পোর্টফোলিಞওতে কানাড়া ব্যাঙ্কের শেয়ার যোগ করেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
Q3FY23-এর হিসাব অনু♔যায়ী, রেখা ঝুনঝুনওয়ালার কানাড়া ব্যাঙ্কে ৩,৭৫,৯৭,৬০০টি ইক্যুইটি শেয়ার বা ২𒊎.০৭% অংশীদারিত্ব ছিল। আগের তুলনায় ঠিক কতটা শেয়ার বাড়িয়েছেন তিনি?
ও হিসাব বলছে, সে𓆏প্টেম্বর ২০২২-এর ত্রৈমাসিকে তাঁর এই ব্যাঙ্কে ১.৪৮% শেয়ার ছিল। ফলে অনেকটাই বাড়িয়েছেন। Trendlyne-এর তথ্যানুযায়ী, বর্তমানে কানাড়া ব্যাঙ্কে রেখা ঝুনঝুনওয়ালার মোট শেয়ারের বাজার মূল্য প্রায় ৩৩,০৬১.১৭ কোটি টাকা।
রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে সেরা ৫টি স্টক হল মেট্রো ব্র্যান্ডস, টাটা মোটর্স, কানাড়া ব্যাঙ্ক, স্টা🥂র হেল🍌থ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুওরেন্স এবং টাইটান।
২০২২ সালে কানাড়া ব্যাঙ্কের শেয়ার প্রায় ৬২% বৃদ্ধি পেয়েছে। একবার তো ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৩৪১.৬০ টাকাও ছুঁয়ে ফেলেছিল ডিসেম্বরে। আপাতত সকলে কানাড়া ব্যাঙ্কের তৃতীয় ও অন্তিম কোয়ার্টারের পারফর্ম্যান্স রিপোর্টের দিকে তাকিয়ে। সেটির উপর নির্ভর করে আরও বাড়তে পারে এই শেয়ার। আরও পড়ুন: ৩ বছরে ৪৫০% উত্থান এই সংস্থ🐽ার শেয়ারে! আপনার বিনিয়োগ আছে কি?
গত ২০২২ সালের ১০ জানুয়ারি কানাড়া ব্য⛎াঙ্কের শেয়ারের দাম ছিল ২১৯.৭০ টাকা করে। এদিকে সোমবার (৯ জানুয়ারি) কানাড়া ব্যাঙ্কের শেয়ারের দাম ৩২৪.৮০ টাকার স্তরে শুর🎶ু হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২২-এর হিসাব অনুযায়ী, কানাড়া ব্যাঙ্কের ৯,৭🧔২২টি শাখা রয়েছে। এর মধ্যে ৩,০৪০টি গ্রামীণ, ২,৭৪৮ টি মফস্বল, ২,০০২টি শহরের এবং ১,৯৩২টি মেট্রো শহরের শাখা রয়েছে। দেশজুড়ে কানাড়া ব্যাঙ্কের শেয়ারের সংখ্যাও কম নয়। মোট ১০,৭৫৯টি ATM রয়েছে। ভারত ছাড়াও লন্ডন, দুবাই এবং নিউ ইয়র্কেও কানাড়া ব্যাঙ্কের ৩টি বিদেশি শাখা রয়েছে।