দ্বিতীয় দফায় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলত, দ্বিতীয় দফায় মার্কিন মুলুকের ফার্স্ট লেডি হচ্ছেন ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়া। কিন্তু, সূত্রের দাবি, এবার নাকি আর সর্বক্ষণ হোয়াইট হাউসে থাকবেন না ফার💙্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প!
দ্য নিউ ইয়র্ক পোস্ট-🔴এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী বছরের জানুয়ারি মাসে ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে থাকতে শুরু করলেও মেলানিয়া সেখানে মাঝেমধ্যেই থাকবেন। বদলে তিনি অধিকাংশ সময় কাটাবেন নিউ ইয়র্ক এবং ফ্লোরিডায়।
হোয়াইট হাউসের কোনও এক নির্ভরযোগ্য সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেলানিয়া আসলে♛ 'আংশিক সময়ের' ফার্স্ট লেডি হতে চান। বরং, তিনি তাঁর অধিকাংশ সময়টাই ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে কাটাতে চান। যাতে সদ্য তরুণ সন্তানের যখনই মাকে প্রয়োজ𒀰ন হবে, তখনই তাঁর একেবারে নাগালে থাকতে পারেন মেলানিয়া।
সংশ্লিষ্ট সূত্রকে উল্লেখ করে নিউ ইয়র্ক পোস্ট-এ আরও লেখা হয়েছে, 'মেলানিয়া ফার্স্ট লেডি হবেন ঠিকই, কিন্তু, সেটা তিনি হবেন নিজের শর্তে। তিনি বড় অনুষ্ঠান ও কর্🐓মসূচিগুলিকে উপস্থিত থাকবেন। কিন্তু, মহিলা মহলের কোনও অনুষ্ঠানে থাকবেন না। আর থাকলেও, সেই সংখ্যাটা হবে খুবই নগণ্য। হয়তো তিনি কোনও সাক্ষাৎকার দিতে পারেন।'
'মেলানিয়া মনে করে, জেতাটাই (নির্বাচনে) হল আসল। বাকি সবকিছু যা থাকবে, তা তিনি তাঁর ইচ্ছা মতো করবেন। হোয়াইট হাউসে থাকাকালীন তিনি কীভাবে নিজের কর্তব্যগুলি পালন করবেন, সেটা তিনিই ঠিক করবেন। মেলানিয়া আংশিক সময়ไের ফার্স্ট লেডি হবেন। বদলে তিনি একজন সর্বক্ষণের মা ও স্ত্রী হয়েই থাকবেন।'
সংশ্লিষ্ট প্রতিবেদনে🔯 আরও দাবি করা হয়েছে, মেলানিয়ার কাছে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ হল, তাঁর ছেলে ব্যারন ট্রাম্প। যিনি সদ্য নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অফ বিজনেসে প্রথম বর্ষের পড়াশোনা শুরু করেছেন।
এর আগে, চলতি বছরেরই প্রথম দিকে হাই স্কুল থ🍸েকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন ব্যারন ট্রাম্প। সাধারণত, বিশ্ববিদ্যালয় বা কলেজ স্তরের পড়াশোনা শুরু করলে অধিকাংশ পড়ুয়াই তাঁদের জন্য বরাদ্দ ছাত্রাবাসে থাকেন। কিন্তু, ব্যারন ট্রাম্প থাকবেন তাঁদের নিউ ইয়র্কের বাড়িতে।
এই প্রসঙ্গে, মেলানিয়া ট্রাম্প একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'এটা একেবারেই ওর (ব্যারনের) সিদ্ধান্ত। ও নিউ ইয়র্কে থাকতে চায়। নিউ ইয়র্কেই পড়াশোনা কไরতে চায়। এবং নিউ ইয়র্কে ওর বাড়িতে থাকতে চায়। আমি ওর সিদ্ধানꦍ্তকে সম্মান করি। ও ওর কলেজ জীবন উপভোগ করছে। আর আমি আশা করছি, এই সময়টা ওর খুব ভালোই কাটবে। কারণ, ওর জীবনটা আর পাঁচটা ১৮-১৯ বছরের ছেলেমেয়ের থেকে অনেকটাই আলাদা।'
প্রসঙ্গত, নিয়ম অনুসারে, নয়া প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের হাতে হোয়াইট হাউসের ব্যবস্থাপনা তুলꦡে🎶 দেওয়ার আগে বিদায়ী ফার্স্ট লেডির সঙ্গে ভাবী ফার্স্ট লেডি আনুষ্ঠানিকভাবে চা পান করেন।
কিন্তু, আমেরিকার বিদায়ী ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সেই আনুষ্ঠไানিকতাও পালন করেননি মেলানিয়া ট্রাম্প। তাঁর অফিসের তরফে জানানো হয়, মিসেস ট্রাম্পের সেই অনুষ্ঠানে যোগ দ༺েওয়ার সময় ছিল না!
তবে, অনেকেই বলছেন, অতীত অভিজ্ঞতা তিক্ত হওয়াতেই হোয়াইট হাউস থেকে দূরে থাকতে চাইছেন মেলানিয়া। কারণ, এর আগে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযো𒁃গ উঠেছে। এমনকী, তার জেরে এফবিআই গোয়েন্দারা মেলানিয়া ট্রাম্পের একান্ত ব্যক্তিগত জিনিসপত্রেও (অন🍷্তর্বাস রাখার ড্রয়ার) তল্লাশি চালিয়েছিলেন।
এই প্রসঙ্গে💖 সংশ্লিষ্ট প্রতিবেদনে এমন দাবিও করা হয়েছে যে, 'জিল বাই🍎ডেন এমন কেউ নন, যাঁর সঙ্গে মেলানিয়াকে সাক্ষাৎ করতেই হবে!'