তিনিই নাকি বিশ্বের ধনীতম রাজনীতিক! তাঁর মোট সম্পত্তির আর্থিক মূল্য নাকি ২০,০০০ মার্কি🐓ন ডলার! এই দাবির উৎস গত শতাব্দীর ন'য়ের দশকের রাশিয়ার অন্যতম প্রধ🌼ান বিনিয়োগকারী বিল ব্রাউডার।
২০১৭ সালে মার্কিন সেনেটের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই সময়েই বিল দাবি করে💯ন, পৃথিবীর ধনকুবেরদের তালিকায় অন্যতম হলেন ভ্লাদিমির পুতিন। এমনকী, বিলের দাবি সত্যি হলে রুশ প্রেসিডেন্টই হলেন বিশ্বের সবথেকে ধনী রাজনীতিক।
সরকারিভাবে পুতিনের সম্পত্তি কত?
সরকারিভাবে পুতিনের সম্পত্তির মধ্যে রয়েছে - একটি ৮০০ বর্গফুটের অ্য়াপার্টমেন্ট, একটি ট্র♓েলার এবং তিনটি গাড়ি। যদিও সূত্রের দাবি, বাস্তবে পুতিဣনের সম্পত্তির পরিমাণ এর থেকে অনেক-অনেক বেশি।
পুতিনের গোপন সম্পত্তি নিয়ে নানা দাবি:
সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পুতিন যে আসলে কতটা ধনী, তার নিদর্শন হল 'ব্ল্যাক সি ম্যানসন'। যে বিরাট রাজকীয় প্রাসাদ 'পুতไিনের কান্ট্রি কটেজ' নামেও পরিচিত।
সূত্রের দাবি, ওই প্রাসাদ চত্বরে রয়েছে - শ্বেত পাথরের তৈরি একটি সুইমিং পুল। যেখানে কোনও এক গ্রীক দেবতাꩲর মূর্তি সজ্জিত রয়েছে। এছাড়াও, ওই প্রাসাদের মধ্যেই রয়েছে একটি অ্য𒅌াম্ফিথিয়েটার, একটি আইস হকি রিং, একটি ক্যাসিনো এবং একটি নাইট ক্লাব।
সেই প্রাসাদের অন্দর সজ্জাও নাকি অসামান্য! শুধুমাত্র ডাইনিং রুম বা খাওয়া🍬র ঘরের আসবꦰাবের দামই ৫ লক্ষ মার্কিন ডলার! প্রাসাদের স্নানঘর ও শৌচালয়গুলিতে যে ইতালিয়ান টয়লেট ব্রাশ ব্যবহার করা হয়, শুধু তারই দাম ৮৫০ মার্কিন ডলার।
প্রাসাꦇদকে সর্বদা কেতাদুরস্ত রাখতে সারাবছর ৪০ জন কর্মী সমানে পরিশ্রম করেন। এবং সেই কাজে বছরে খরচও করা হয় ২০ লক্ষ মার্কিন ডলার।
স♕ংবাদমাধ্যমে প্রকাশিত আরও একাধিক প্রতিবেদনে এও দাবি করা হয়, এই বিরাট প্রাসাদ ছাড়াও পুতিনের আরও ১৯টি বাড়ি, ৭০০টি গাড়ি, ৫৮টি বিমান এবং হেলিকপ্টার রয়েছে।
পুতিনের একটি বিমানের নাম 'দ্য ফ্লাইং ক্রেমলিন'। দাবি করা হয়, সেই বিমানের দাম নাকি ৭১৬ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়াও পুতিনের নাকি ৭০ও০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ইয়ক্ট বা বিলাসবহুল জলযান রয়েছে। যার নাম 'স্কেহেরাজাদে'।
সেইসঙ্গে, পু꧑তিনের সংগ্রহে রয়েছে অসংখ্য দামি ঘড়ি। দাবি করা হয়, শুধুমা🌄ত্র এই ঘড়িগুলির মিলিত অর্থমূল্যই পুতিনের ঘোষিত বার্ষিক বেতনের অন্তত ছ'গুন!
তবে, এক্ষেত্রে একটি বিষয় উ🔯ল🐈্লেখ করা জরুরি, পুতিনের এই তথাকথিত বিপুল সম্পদ নিয়ে আলোচনা অনেক হলেও, এর স্বপক্ষে আজ পর্যন্ত কোনও নথি বা প্রমাণ সামনে আসেনি। বস্তুত, সরকারি হিসাব অনুসারে তাঁর সম্পত্তির পরিমাণ একেবারেই সাধারণ।