স্টক মার্কেটের অন্যতম নামী বিনিয়োগকারী আশীষ কাচোলিয়া। অনেকেই তাঁর পোর্টফোলিও ফলো করেন। আর সেই নিয়েই রয়েছে আপডেট। সম্প্রতি একটি নতুন স্টক যুক্ত করেছেন তিনি। স্টকটির নাম- 'বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেড'। অতি জনপ্রিয় এই রেস্তোরাঁ চেইনের গত বছর আইপিও হয়েছিল। স্টকটি মার্কেটে তালিকাভুক্তির পর থেকে, গত এক বছরে বিনিয়োগকারীদের ১০০%-এর বেশি রিটার্ন দিয়েছে।ইস্যু প্রাইস:বারবিকিউ নেশনের প্রাইস ব্যান্ড ৪৯৮-৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। আইপিও-তে সেই দামেই শেয়ার মিলেছে। এখন সেই একই শেয়ারের দাম দাঁড়িয়েছে ১,১৪৫ টাকা।সর্বকালের সর্বোচ্চ দাম ছিল ১,৯৪৯.৭০ টাকা। গত বছর ৯ নভেম্বর বারবিকিউ নেশনের শেয়ারের দাম এই স্তরে উঠেছিল।আশীষ কাচোলিয়ার বিনিয়োগ:প্রবীণ বিনিয়োগকারী আশীষ কাচোলিয়াও এই স্টকটিতে বিনিয়োগ করেছেন। এপ্রিল থেকে জুন ২০২২ সালের ত্রৈমাসিকে বারবিকিউ-নেশন হসপিটালিটি লিমিটেডের শেয়ারহোল্ডিং প্যাটার্ন অনুযায়ী, আশীষ সংস্থার ১% বা তার বেশি অংশীদারিত্বের মালিক। আশিস কাচোলিয়ার কাছে বারবিকিউ নেশনের ৪,০৯,০৯৪টি শেয়ার রয়েছে। যা কোম্পানির মোট পরিশোধিত মূলধনের ১.০৫%।