চেন্নাইয়ের দুটি ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল আয়কর দফতর। সেই অভিযানে হিসাব-বহির্ভূত ৫০০ কোটি টাকার বেশি উদ্ধার করা হয়েছে।🅘 সূত্রের খবর, ওই দুটি ব্যবসায়িক গোষ্ঠী তামিলনাড়ুর বিরোধী দল এআইএডিএমকের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
আরও পড়ুন: ব্যবসায়ীর বাড়িতে ৩৯ ঘণ্টার আয়কর অভিযান, জলের ট্যাঙ্ক থেকে কোটি ✨টাকা উদ্ধার
আরও পড়ুন: Hero MotoCorp-র ২৫ জায়🙈গায় অভিযান আয়কর 💫দফতরের, নেপথ্যে কি করফাঁকির মামলা?
মঙ্গলবার আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, গত ৬ জুলাই চেন্নাই, কোয়েম্বাত্তর, মাদুরাই-সহ ৪০ টির বেশি জায়গায় অভিযান চালানো হয়েছিল। সেই বিবৃতিতে দুই ব্যবসায়িক গোষ্ঠীর থে♛কে সেই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে, তা অবশ্য জানানো হয়নি। তবে নাম গোপন রাখার শর্তে আধিকারিকরা জানিয়েছেন, সেয়াদুরাই এবং চন্দ্রশেখরের বিরুদ্ধে ময়দানে নেমেছে আয়কর বিভাগ। যে দুই সংস্থা আবাসন, বিজ্ঞাপন সংক্রান🥀্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছে। তারইমধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আয়কর বিভাগের ধাক্কা খেয়েছে সেয়াদুরাই।