Russia Coup and Ukraine-Russia War Highlights: সাময়িক স্বস্তি পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? নাকি নেপথ্যে কোনও অঙ্ক আছে? আচমকা ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের 'বিবেক জাগ্রত' হতে দেখে এমনই প্𝔉রশ্ন উঠছে। কারণ দিনভর টানাপোড়েনের পর ওয়াগনার গোষ্ঠীর 💜প্রধান জানিয়েছেন, আপাতত মস্কোয় প্রবেশ করছেন না তাঁরা। দিনভর রাশিয়ায় কী হল, তার হাইলাইটস দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
Russia War LIVE: রক্তপাত রুখতে মস্কো যাত্রা রুখল 'ভাড়াটে সৈন্য', ফিরছে ক্যাম্পে
ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, রক্তপাত রুখতে মস্কো যাত্রা রুখে দেওয়া হജল। তাঁরা ফিরে যাচ্ছেন ক্যাম্পে।
পুতিনের নাকের ডগায় বিদ্রোহী সৈন্য, মস্কোয় পাঠানো হচ্ছে বাহিনী: রিপোর্ট
রিপোর্ট অনুযায়ী, মস্কোয় পৌঁছে গেল ওয়াগনার গোষ্ঠীর প্রথম ইউনিট। সেইসঙ্গে রাশিয়ায় কর্মরত সাংবাদিকরা জানিয়েছেন যে অধিকাংশ জায়গা থেকে বাহিনী সরিয়ে মস্কোয় পাঠ🥃ানো হয়েছে।
মস্কোর কাছেই বিদ্রোহীরা! চাপের মধ্যে বড় ঘোষণা
মস্কোর কাছে এগিয়ে আসছে ওয়াগনার গ্রুপ। মস্কোর মেয়র জানিয়েছেন, পরিস্থিতি জটিল। সোমবার 'নন-ওয়ার্কিং ডে' হিসেবে ঘোষণা 🅷🦩করা হয়েছে (অর্থাৎ বাধ্যতামূলকভাবে কর্মচারীদের পুরো কাজ করতে হবে না)।
ওয়াগনার কনভয়ে প্রায় ৫,০০০ যোদ্ধা আছে- রিপোর্ট
সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছেন, ওয়াগনার ক🔯নভয়ে প্রায় ৫,০০০ যোদ্ধা আছে। অর্থাৎ ওই বাহিনীকে রোখার কাজটা মস্কোর পক্ষে যে খুব একটা সহজ হবে না। তা মোটামুটি স্পষ্♌ট হয়ে গিয়েছে।
মস্কোর দক্ষিণের শহর ধরে এগোচ্ছে পুতিনের ‘ভাড়াটে’ সৈনিক
সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, লিপেটৎ🤡স্ক অঞ্চল দিয়ে এগিয়ে চলেছে ওয়াগনার গোষ্ঠী। যে এলাকা মস্কোর ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গভর্নর ইগর আর্তামোনোভ জানিয়েছেন, ওয়াগনার গোষ্ঠীর লোকজন লিপেটৎস্ক ꦰঅঞ্চল দিয়ে এগিয়ে চলেছেন। সেই পরিস্থিতিতে ওই অঞ্চলের মানুষকে বাড়ি ছেড়ে না বেরোতে বলেছেন গভর্নর।
তাঁর অফিসে পাওয়া নগদ রাখা ছিল ওয়াগনারের জন্যই, স্বীকার প্রিগোজিনের
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন নিশ্🌠চিত🌟 করেছেন যে সেন্ট পিটার্সবার্গে তাঁর অফিসে যে প্রচুর নগদ অর্থ পাওয়া গিয়েছে, তাঁর সামরিক সংগঠনের জন্য রাখা ছিল।
‘ভাড়াটে’ সৈনিকদের কনভয়ে গুলি চালান রাশিয়া, শুরু ‘লড়াই’
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওয়াগনার গোষ্ঠীর উপরে গুলি চালানো শুরু করেছে রাশিয়ার সেনা। ভারোনেসের বাইরജে এম৪ হাইওয়েতে ওয়াগনারের একটি সামরিক কনভয়ে গুলি চালানো হয়েছে।
‘ভাড়াটে’ সৈনিকদের রুখতে নিজের শহরেই বোমা ফেলল রাশিয়া: রিপোর্ট
রিপোর্ট অনুযায়ী, ওয়ানগার গোষ্ঠীকে রুখতে নিজের শহরেই বোমা ফেলল রাশিয়া। ভারোনেসের একটি 🔯তৈল শোধনাগার এবং ডিপোতে বোমা ফেলেছে রাশিয়া বায়ুসেনার কেএ-৫২ অ্যালিগেটর অ্যাটাক হেলিকপ্টার।
চাপ বাড়ছে রাশিয়ার
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনু🔯যায়ী, ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন যে দক্ষিণ রাশিয়ার রস্টভ-অন-ডনে রাশিয়ার সেনার দফতর থেকে কথা বলছেন। যে এলাকা তাঁরা দখল করে নিয়েছেন।
রস্টভে সার্কাসের সামনে মোতায়েন বিদ্রোহী ফাইটাররা
♔সংবাদসংস্থা রয়টার্স: দক্ষিণ রাশিয়ার রস্টভ-অন-ডনের একটি স্থানীয় সার্কাসের কাছে ওয়াগনার গোষ্ঠীর ফাইটারদের মোতায়েন থাকতে দেখা গিয়েছে। যে শহর থেকে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ভি꧟ডিয়ো করেছিলেন।
পুতিনে পাশে মস্কোর হাতে থাকা ইউক্রেনের এলাকার আধিকারিকরা
ইউক্রেনের যে সব এলাকা দখল করে নিয়েছে মস্কো, সেইসব এলাকার আধিকারিকরা ভ্লাদিমির পুতিনকেই সমর্থন জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। তাঁরা ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বি꧙রোধিতা করছেন বলে জানানো হয়েছে।
পুতিনের সঙ্গে বেলারুশের প্রেসিডেন্টের
বেল𒁃ারুশ: রাশিয়ার পরিস্থিতি নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। পুরো বিষয়টি জানিয়েছেন পুতিন। উল্লেখ্য, বেলারুশ হল রাশিয়ার ‘বন্ধু’ রাষ্ট্র।
Ukraine russia War Live: পুতিনের সমর্থনে এগিয়ে আসুন, বার্তা রাশিয়ার বিদেশ মন্ত্রকের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনে এগিয়ে আসার জন্য দেশবাসীকে আর্জি জানালেন রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র। যে দেশ এখন সামরিক অভ্যুত্থানের মুখে দাঁড়িয়ে আছে। হুঙ্কার🀅 দিয়েছেন ওয়াগনার গোষ্ঠীর প🍃্রধান ইয়েভজেনি প্রিগোজিন।
রাশিয়ার উপর নজর রাখা হচ্ছে, বলল আমেরিকা
রাশিয়ার পরিস্থিতি নিয়ে মুখ খুলল আমে꧟রিকা। হোয়াইট হাউসের🍷 তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। 'আমরা পুরো বিষয়টির উপর নজর রেখে চলেছি। এই বিষয়টি নিয়ে বিভিন্ন বন্ধুরাষ্ট্র এবং সহযোগীদের সঙ্গে আলোচনা করা হবে।'
Russia Coup LIVE: ‘ভুল করলেন পুতিন, নয়া প্রেসিডেন্ট পাবে রাশিয়া’
ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন হুঙ্কার দিলেন যে ভুল বিকল্প বেছ𝐆ে নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন🌟। শীঘ্রই রাশিয়ায় নয়া প্রেসিডেন্ট আসতে চলেছেন।
রাশিয়াকে বিপদে ফেলার চেষ্টা 'ভাড়াটে' সৈনিকদের, মুখ খুলল ফ্রান্স
ফ্রান্স সরকারের তরফে জানানো হয়েছে, রাশিয়ায় যা হচ্ছে, তার উপর 🔴কড়া নজর রেখেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্স যে ইউক্রেনকে সমর্থন করছে, তাও বুঝিয়ে দিয়েছে ফ্রান্স।
চাপে রাশিয়া, মজা লুটছে ইউক্রেন
রাশিয়া যখন⛦ চাপে পড়ে গিয়েছে, তখন মজা লুটছে ইউক্রেন। কিয়েভের তরফে জানানো হয়েছে, রাশিয়ায় যা হচ্ছে, সেটা সবে শুরু। উল্লেখ্য, ইউক্রেন থেকেই রাশিয়ায় ঢুকে ক্রেমলিনকে চাপে ফেলার চেষ্টা করছেন ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প🦂্রিগোজিন।
Russia Coup LIVE: ‘পুরো পশ্চিমী দুনিয়া আমাদের বিরুদ্ধে’, তোপ পুতিনের
'ভাড়াটে' সৈনিক ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনদের সামরিক অভ্যᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚুত্থানের জন্য পশ্চিমী দুনিয়াকে দুষলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, 'পশ্চিমী দুনিয়ার পুরো সামরিক, আর্থিক এবং তথ্য পরিকাঠামো আমাদের বিরুদ্ধে কাজ করছে।'
রাশিয়ার ‘চাপের’ মুহূর্তে বার্তা ব্রিটেনের
ব্রিটেনের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ের সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে রাশিয়া। আগামী সময় রাশিয়ার সামরিক বাহিনীর আনুগত্যের পরিচয় পাওয়া যাবে। বিশেষত রাশিয়ার ন্যাশনাল গার্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚডের আনুগত্যের পরিচয় পাও🌟য়া যবে। তা থেকেই বোঝা যাবে না যে কোন পথে এগোবে বিষয়টা।
Russia Coup LIVE: 'রাশিয়ার সেনার বিরুদ্ধে অস্ত্র তুলে নিলে শাস্তি হবে', হুঙ্কার পুতিনের
সংবাদসংস্থা রয়টার্স: জরুরি ভিত্তিতে জাতির উদ্দেশে ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লℱাদিমির পুতিন বলেছেন যে ওয়াগনার গোষ্ঠী যে কাজ করছে, তা বিশ্বাসঘাতকতা। রাশিয়ার সেনার বিরুদ্ধে যাঁরা অস্ত্র তুলে দেবেন, তাঁদের শাস্তি পেতে হবে। রস্টভ-অন-ডনে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
'রাশিয়ায় গৃহযুদ্ধ হতে দেব না', ‘ভাড়াটে’ সৈনিকদের চ্যালেঞ্জ পুতিনের
ঐক্যের পক্ষে সওয়াল করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে রাশিয়ায় কোনওরকমভাবে গৃহযুদ্ধ বাঁধতে দেবেন না। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, দক্ষিণ রাশিয়ার গুরুতܫ্বপূর্ণ শহরে অসামরিক ও সামরিক প্রতিষ্ঠান আটকে রেখেছেন ওয়াඣগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।
Russia Coup Live Updates: নিজের ভবিষ্যতের জন্য ‘কঠিনতম’ লড়াই রাশিয়ার, দাবি পুতিনের
ওয়াগনাꦆর গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনদের সামরিক অভ্যুত্থানের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বললেন, নিজেদের ভবিষ্যতের জন্য কঠিনতম লড়াই করছে রাশিয়া। নিজেদের ভবিষ্যতের জন্য সেই লড়াই চলছে।
Russia Coup LIVE: রাশিয়াকে রক্ষা করতে সবকিছু করব, বার্তা 'যোদ্ধা' পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন: রাশিয়ার সেনা🃏র বিরুদ্ধে যাঁরা যাঁরা হাতে অস্ত্র তুলে নিয়েছেন, তাঁদের প্রত্যেকে বিশ্বাসঘাতক। রাশিয়াকে রক্ষা করতে সবকিছু করব। আমরা আরও শক্তিশালী হব।
Russia Coup Live Updates: ‘ভাড়াটে’ সৈনিকদের সামনে মাথানত নয়, বার্তা পুতিনের
ওয়াগানার গোষ্ঠীর চাপের সামনে মাথানত করছেন না, স্পষ্ট বুঝিয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, 'রাশিয়ার সশস্ত্র ব𝄹াহ𝐆িনীরে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।'
Russia Coup LIVE: 'বিশ্বাসঘাতকতা' করেছে ‘ভাড়াটে’ সৈনিকরা, স্পষ্ট বার্তা পুতিনের
ভ্লাদিমির পুতিন বলেছেন, ওয়াগনার গোষ্ঠীরꦡ প্রধ🌜ান ইয়েভজেনি প্রিগোজিন যে সামরিক অভ্যুত্থান করছেন, তা আদতে বিশ্বাসঘাতকতা। রাশিয়া এবং রাশিয়ার মানুষকে রক্ষা করবেন তিনি।
Russia Coup Live Updates: যে শহর থেকে ইউক্রেনের যুদ্ধ চালায় রাশিয়া, সেই শহর 'দখল' বিদ্রোহীদের
সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, রস্টভ-অন-ডন থেকে একটি ভিডিয়ো পোস্ট করেন ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। রস্টভের রাশিয়ার সেনার সদর দফতর থেকেই ইউক্রেনের সামরিক অভিযানের পরিচালনা করে রাশিয়া। প্রিগোজিন দাღবি করেছেন যে রস্টভের সমস্ত সামরিক প্রতিষ্ঠানের দখল নিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দাবি করা হয়েছে যে রস্টভের রাস্তায় ট্যাঙ্ক আছে।
Russia Coup LIVE: ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ পুতিনের
ওয়াগনার গোষ্ঠীর൲ বিদ্রোহের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কী বলবেন পুতিন, নিজের পুরনো সহযোগীদের কীভাবে সামলাবেন, বিশেষ কোনও বার্তা দেবেন কিনা, সেদিকে নজর আছে সকলের।
Russia Coup LIVE: রাশিয়ার দ্বিতীয় শহর দখল পুতিনের ‘ভাড়াটে’ সৈনিকদের, চাপে মস্কো
রাশিয়ার সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার দ্বিতীয় শহর দখল করেছে ওয়ানগার গোষ্ঠীর ফাইটাররা। যে ভারোনেস শহর দখল করেছে, তা মস্কোর দক্ষি🔯ণে প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। ওই শহরের সব সামরিক প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। ইতিমধ্যে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন যে দক্ষিণ রাশিয়ার রস্টভ-অন-ডনে প্রবেশ করেছে ওয়ানগার গোষ্ঠী।
Russia Coup LIVE: অভ্যুত্থান থেকে সরে এলে সুরক্ষা নিশ্চিত করা হবে, ভাড়াটে সৈনিকদের বার্তা রাশিয়ার
ওয়াগনার গোষ্ঠীর যে ভাড়াটে সৈনিকরা রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে⛦ অভ্যুত্থানের প🉐থ থেকে সরে আসবে, তাঁদের সুরক্ষা নিশ্চিত করবে রাশিয়ার সেনা। প্রবল চাপের মুখে এমনই বার্তা দিল রাশিয়ার সেনা।
রাশিয়ায় কী হচ্ছে? সংক্ষেপে জেনে নিন
রাশিয়ায় তৈরি হল গৃহযুদ্ধের পরিস্থিতি। এতদিন যে ভাড়াটে গোষ্ঠী ভ্লাদিমির পুতিনদের হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে লড়াই করত, সেই ওয়াগ♛নার গোষ্ঠীই এবার ক্রেমলিন দখলের হুঁশিয়ারি দিয়েছে। ওই গোষ্ঠীই ই𒁃উক্রেনে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরিস্থিতি বেগতিক হওয়ায় ইতিমধ্যে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনদের শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করেছে ক্রেমলিন।