ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। সাধারণ মানুষ যাꦫতে শহর ছাড়তে পারেন, তার জন্যই যুদ্🙈ধবিরতি ঘোষণা।
অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। কিয়েভ, খারকিভ, মারিউপল এবং সুমিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। চারটি শহরেই গত কয়েকদিন ধরে লাগাতার লড়াই চলছিল। বোমা এ🐎বং গোলাবর্ষণ করছিল রাশিয়া।
বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছিল, সাধারণ মানুষকে পালানোর সুযোগটুকু পর্যন্ত দি꧙চ্ছে না রাশিয়া। শুধু তাই নয়, সুমিতে এখনও আটকে বহু পড়ুয়া, তার মধ্যে প্রচুর ভারতীয়ও আছেন। ফলে ভারতের তরফেও রাশিয়াকে বারবার সেখানে ছাত্রছাত্রীদের জন্য সেফ প্যাসেজ তৈরি করে দেওয়ার আবেদন জানানো হচ্ছিল। অবশেষে রাশিয়া তাতে সম্মত হল। চারটি শহরেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।🅺 সাধারণ মানুষকে দ্রুত চলে যাওয়ার কথা বলা হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী অবশ্য জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হলেই রাশি♐য়া চূড়ান্ত শক্তি দিয়ে কিয়েভ আক্রমণ করবে বলে তারা আশঙ্কা করছে। তবে ইউক্রেনও তা𝔉 প্রতিহত করার জন্য তৈরি বলে দাবি করা হয়েছে।
সোমবার মস্কো জানিয়েছে, রাশিয়ার সময় সকাল ১০ টা থেকে সাময়িক যুদ্ধবিরতি পালন করা হবে। তার মধ্যে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন। বস্তুত, ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর অনুরোধ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে রাশিয়ার স🍸ংবাদসংস্থা ইন্টারফ্যাক্স দাবি করেছে।
এর আগে শনিবারও যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু ইউক্রেনের দাবি, রাশিয়া তা পাল🍸ন করেনি। অন্যদিকে, এদিনই রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধির আলোচনায় বসার কথা। এর আগেও তারা আলোচনায় বসেছিল কিন্তু বৈঠক ফলপ্রসূ হয়নি।
💦(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রত𒆙িবেদন লেখেননি।)