গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রী পদে ফের বসছেন প্রমোদ সাওয়ান্ত। এমনটাই জল্পনা ছড়িয়েছে গোয়া জুড়ে। আর প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার সাওয়ান্তের সাক্ষাৎ এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। এদিন রাজ্য বিজেপি সভাপতি ও সাংগঠনিক সম্পাদক প্রধানমন্ত্রীর ডাক পেয়েই দেখা করতে যান। সেখানে সাওয়ান্তও ছিলেন। তবে রাজ্য বিজেপি নেতৃত্ব ইঙ্গিত দিয়েছেন প্রমোদ সাওয়ান্তই মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম পছন্দের। রাজ্য বিজেপির এক নেতৃত্ব জানিয়েছেন, আমরꦿা প্রমোদ সাওয়ান্তের নেতৃত্বেই বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছি। বিজেপির বিধায়কদের সঙ্গে আলোচনা করেই তাঁর নাম ঘোষণা করা হবে।
তবে প্র🦩মোদ সাওয়ান্ত এবার একেবারে কান ঘেঁষে জিতে গিয়েছেন। তবে 🌌শোনা যাচ্ছে বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে। পাশাপাশি ৪০জন বিধায়ক শপথ নিয়েছেন মঙ্গলবার। আর তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী কে হবেন সেটা না জানিয়ে বা তাঁর শপথ না হয়েই গোয়ার বিধায়করা শপথ নিলেন। এদিকে বিজেপির অন্দরমহলে কান পাতলে অবশ্য শোনা যাচ্ছে গোয়ার মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সামান্য দ্বন্দ্বের সুর। প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানেও মুখ্যমন্ত্রীর পদের অন্য়তম দাবিদার। তা নিয়েও জলঘোলা হচ্ছে বিজেপির অন্দরে। তবে শেষ পর্যন্ত তাঁর লবি কতটা শক্তিশালী হতে পারবে তা নিয়ে সংশয়টা থেকেই গিয়েছে।