বাংলা নিউজ > ঘরে বাইরে > SBI Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, জানুন নয়া রেট
SBI Fixed Deposit: উৎসবের মরসুমে গ্রাহকদের উপহার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI)। ফিক্সড ডিপোজিট(FD) করার পরিকল্পনা থাকলে তাই রয়েছে সুখবর। SBI এই সময়ে বিশেষ অফারে FD-তে আগের থেকেও বেশি সুদ দিচ্ছে। SBI FD-র সুদের হার সমস্ত মেয়াদের জন্যই ২০ বেসিস পয♑়েন্ট পর্যন্ত বেড়ে গিয়েছে। নতুন এই সুদের হার ২ কোটি টাকার কমের স্থায়ী আমানতে প্রযোজ্য হবে।
আজ থেকে প্রযোজ্য নয়া রেট
স্ট♕েট ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, FD-তে বর্ধিত সুদের হার শনিবার, ১৫ অক্টোবর ২০২২ থেকে কার্যকর হবে। ২ মাসের ব্যবধানে খুচরো এফডি-তে ফের সুদের হার বাড়িয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। SBI-এর ওয়েবসাইট অনুযায়ী, FD-তে সুদের হার সব মিলিয়ে ১০ বেসিস পয়েন্ট (bps) থেকে ২০ bps পর্যন্ত 🎃বৃদ্ধি করা হচ্ছে।
সুদের হার
- SBI-তে ৭ দিন থেকে ৪৫ দিনের মেয়াদের FD-তে সুদের হার ২.৯০ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে।
- ৪৬ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের FD-তে ৪ শতাংশ সুদের হার পাবেন। আগে এই সময়ে সুদের হার ছিল ৩.৯০ শতাংশ।
- অন্যদিকে, ১৮০ দিন থেকে ২১০ দিনের খুচরো এফডি-তে সুদের হার বেড়ে ৪.৬৫ শতাংশ করা হয়েছে।
- ২১১ দিন থেকে এক বছরের কম আমানতের ক্ষেত্রে সুদের হার ৪.৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৭০ শতাংশ করা হয়েছে।
- ১ বছর থেকে ২ বছরের কমের মেয়াদে SBI FD-তে সুদের হার ৫.৪৫ শতাংশ থেকে বেড়ে ৫.৬০ শতাংশ করা হয়েছে।
- ২ বছর থেকে ৩ বছরের কমের FD-তে সুদের হার ৫.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৬৫ শতাংশ করা হয়েছে।
- ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদী আমানতে সুদের হার ৫.৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৮০ শতাংশ করা হয়েছে।
- ৫ বছর থেকে ১০ বছরের মেয়াদের FD-তে সুদের হার ৫.৬৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৮৫ শতাংশ করা হয়েছে।
পরবর্তী খবর