বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। যা ১৫ মে থেকে কার্যকর হচ্ছে। ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে দু'কোটি টাকার নীচে꧂ কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করা হয়েছে। মোট তিনটি ক্ষেত্রে বেড়েছে সুদের হার। যে সিদ্ধান্তে লাভবান হবেন সাধারণ গ্রাহকদের পাশাপাশি প্রবীণ নাগরিকরাও। কোন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কত হারে সুদ পাবেন, সেটার তালিকা দেখে নিন।
সাধারণ মানুষের ক্ষেত্রে SBI-র ফিক্সড ডিপোজিটের সুদের হার
১) ৭ দিন থেকে ৪৫ দিন: ৩.৫ শতাꦗংশ। কোনও পরিব꧋র্তন হয়নি।
২) ৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৫🌠.৫ শতাংশ হল। আগে সেটা ছিল ৪.৭৫ শতাংশ। অর্থাৎ একলপ্তে সুদের হার বাড়ল ০.৭৫ শতাংশ।
৩) ১৮০ দ🍰িন থেকে ২১০ দিন: ৬ শতাংশ হল। আগে ৫.৭৫ ♊শতাংশ ছিল।
৪) ২১১ দিন থেকে ১ বছরের কম: এখন𒉰 সুদের হার ৬.২৫ শতাংশ হল। আগে ছিল ৬ শতাংশ।
৫) ১ বছর থেকে ২ বছরের কম: ৬.৮꧃ শতাংশ। অপরিবর্তিত আছে সুদের হার।
৬) ২ বছর থেকে ৩ বছরের কম: সুদের হার হেরফ𝓰ের করা হয়নি। ৭ শতাংশ ꦍহারেই সুদ মিলবে।
৭) ৩ বছর থেকে ৫ বছর𒊎ের🐼 কম: সুদের হার ৬.৭৫ শতাংশ। অর্থাৎ সুদের হার হেরফের হয়নি।
🐷৮) ৫ বছর থেকে ১০ বছর: অপরিবর্তিত রাখা হয়েছে সুদের হার। ৬.৫ শতাংশ হারেই সুদ মিলবে।
আরও পড়ুন: Monsoon arrival in India: সময়েরဣ আগেই কেরলে ঢুকে পড়বে বর্ষা! বাংলা✨য় কবে আসতে পারে?
SBI-র ফিক্সড ডিপোজিটের সুদের হার (প্রবীণ নাগরিকদের জন্য)
১) ৭ দিন থেকে ৪৫ দিন: সুদের হার ৪ শ♉তাংশই রাখা হয়েছে।
২) ৪৬ 🐽দিন থেকে ১৭৯ দিন: ০.৭৫ শতাংশ বাড়িয়ে সুদের হার ৬ শতাংশ করা হল।
৩) ১৮০ দিন থেকে🌼 ২১০ দিন: সুদের হার বাড়ল ০.২৫ শতাংশ। এবার থেকে ৬.৫ শতাংশ হারে সুদ মিলবে।
৪) ২১১ দিন থে♓কে ১ বছরের কম: এক্ষেত্রেও সুদের ০.𝐆২৫ শতাংশ বেড়েছে। এখন সুদের হার দাঁড়াল ৬.৭৫ শতাংশ।
৫) ১ বছর থেকে ২ বছরের কম: সুদের হার অপরিবর্তিত আছে। ৭.৩🦂 শত🍒াংশ হারে সুদ মিলবে।
৬) ২𒅌 বছর থেক♒ে ৩ বছরের কম: ৭.৫ শতাংশ হারেই সুদ মিলবে।
৭) ৩ বছর থেকে ৫ ꦚবছরের কম: সুদের হার ৭.২৫ শতাংশই থাকছে।
৮) ৫ বছর থ🐻েকে ১০ বছর: পরিবর্তন হয়নি সুদের হার। ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন।
SBI-র ৪০০ দিনের 'অমৃত কলশ' ফিক্সড ডিপোজিট
১) ৭.১ শতাংশ হারে সুদ মিলছে।
২) প্রবীণ নাগরিকরা ৭.৬ শতাংশ হারে সুদ পাবেন।
৩) ৪০০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিট।
৪) ২০২৪ সালের ৩০꧟ সেপ্টেম্বর পর্যন্ত সেই স্কিম বৈধ থাকবে।