এমসিএলআর বৃদ্ধির সিদ꧋্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ভারতের সর🥂্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এমসিএলআর পাঁচ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। যা আজ (১৫ জুলাই) থেকে কার্যকর হচ্ছে। সেই পরিস্থিতিতে এবার থেকে সুদের হার আট শতাংশ থেকে ৮.৭৫ শতাংশের স্তরে থাকবে। সেই পরিস্থিতিতে এসবিআই গ্রাহকদের উপর ইএমআইয়ের বোঝা আরও কিছুটা বাড়ল। এতদিন তাঁদের প্রতি মাসে যে পরিমাণ টাকা দিতে হত, এবার থেকে সেটা বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, ন্যূনতম যে সুদের হারে গ্রাহকদের ঋণ প্রদান করতে পারে কোনও ব্যাঙ্ক, সেটাই হল এমসিএলআর (মার্জিনাল কফ ফান্ডস বেসড লেন্ডিং রেট)।
আরও পড়ুন: Car loans details-মাঝার﷽ি বেতনেও গাড়ি কেনা সম্ভব, EMI-এর হিসাব বুঝে নিন এক নজরে
তবে সব ঋণের ক্ষেত্রে ইএমআই বাড়বে না। যাঁরা এমসিএলআরের ভিত্তিতে ঋণ নিয়েছেন, তাঁদের ইএমআই বাড়বে। যাঁরা অন্য কোনও বিষয়ের সঙ্গে সংযুক্ত ঋণ নিয়েছেন, তাঁদের আপাতত ইএমআই বাড়ছে না। অꦕবশ্য সংশ্লিষ্ট মহলের মতে, অধিকাংশ ঋণের সঙ্গেই এক বছরের এমসিএলআর সংযুক্ত থাকে। ফলে অধিকাংশ ঋণগ্রহীতার ক্ষেত্রেই ইএমআই বাড়বে। যাঁরা ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ🐷্কের থেকে ঋণ নিয়েছেন।
আরও পড়ুন: Loan App নিয়ে আরও সতর্ক হচ্ছে Google! আজ থেকে জারি কড়া নির্দেশিক🧸া
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিভিন্ন মেয়াদে MLCR-র হার
১) এক রাত: আগে ছিཧল ৭,৯৫ শতাংশ। এখন তা বেড়ে দাঁড়িয়েছে আট শতাংশ।
২) এক মাস: আগে ছিল ৮.১০ শতাংশ। এখন তা বেড়ে ৮.🍃১৫ শতাংশে ঠেকেছে।
৩) তিন মাস: আগে ছিল ꦍ৮.১০ শতা♏ংশ। আজ থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.১৫ শতাংশ।
৪) ছয় মাস: ১৪ জুলাই পর্যন্ত এমসিএলআর ছিল ৮.৪ শতাংশ। তা বেড়ে হয়েছে ৮.৪৫ শ🤡তাংশ।
৫) এক বছর: আগে ছিল ৮.৫ শতাংশ। এখন সেটা বেড়ে হয়েছে ৮.৫৫ শতাংশ🃏🀅।
৬) দুই বছর: আগে ছিল ৮.৬ শতাংশ। আজ থেকে বেড়ে হল ৮.৬🍷৫ শতাংশ।&nbs🤡p;
৭ꦰ) তিন বছর: আগে ৮.৭ শতাংশ ছিল।🍃 বেড়ে হয়েছে ৮.৭৫ শতাংশ।
উল্লেখ্য, সম্প্রতি রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ধার দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, সেটাই হল রেপো রেট) অপরি🎀বর্তিত রেখেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। রেপো রেট আছে ৬.৫ শতাংশে। তারপরই এমসিএআর বাড়ানোর পথে হাঁটল এসবিআই।