ন্যূনতম ১০০ টাকায় রেকারিং ডিপোজিট (আরডি) অ্যাকাউন্ট খোলার সুযোগ আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই)। ১২ মাস থেকে ১০ বছর পর্যন্ত আরডি করা যায়। প্রতিটি মেয়াদের ক্ষেত্রেই বাড়তꦬি সুদ পাব✱েন প্রবীণ নাগরিকরা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) রেকারিং ডিপোজিট (আরডি)
⛎সাধারণ মানুষের ক্ষেত্রে রেকারিং ডিপোজিটে সুদের হার ৫.১ শতাংশ থেকে ৫.৪ শতাংশের মধ্যে হয়। প্রবীণ নাগরিকদের সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি হয়ে থাকে। যে সুদের হার চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) রেকারিং ডিপোজিটে গ্রাহকদের মাসে ন্যূনতম ১০০ টাকা জমা করতে হয়। তবে কোনও সর্বোচ্চসীমা নেই।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) রেকারিং ডিপোজিটে (আরডি) সুদের হার
১) ১ বছর থেকে ২ বছরের কম - ৫.১ শতাংশ।
২) ২ বছর থেকে ৩ বছরের কম - ৫.১ শতাংশ।
৩) ৩ বছর থেকে ৫ বছরের কম - ৫.৩ শতাংশ।
৪) ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত - ৫.৪ শতাংশ।
কীভাবে এসবিআইতে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হয়?
দু'ভাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) রেকারিং ডিপোজিট (আরডি) অ্যাকাউন্ট খুলতে পারবেন গ𝔍্রাহকরা।
১) ব্যাঙ্কের শাখায় গিয়ে খুলতে পারবেন।
২) আপনি যဣদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহক হন, তাহলে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইউজারনেম এবং পাসওয়ার্ড লগইন করতে হবে। তারপর আরডি অ্যাকাউন্টের খোলার সুযোগ পাবেন।
প্রি-ম্যাচিওরের নিয়ম
মেয়াদ শেষ হওয়ার আগে আরডি ভেঙে দিতে পারেন গ্রাহকরা। সেই সুযোগ দেয় ভারতের সবথেকে বꦰড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তবে তাতে জরিমানা ধার্য করা হয়। মেয়াদ শেষ হওয়ার আগে আংশিকভাবে আরডির অর্থ তোলার সুযোগ দেয় না এসবিআই।