রেকারিং ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। গত ১৪ জুন (মঙ্গল🍸বার) থেকে নয়া সুদের হার কার্যকর করেছ🀅ে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
মাত্র ১০০ টাকা দিয়ে এসবিআইতে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। গ্রাহকরা ১২ মাস থেকে ১০ বছরের মেয়াদে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে টাকা বিনিয়োগ করতে পারেন। ফিক্সড ডিপোজিটের মতোই যে কোনও মেয়াদের ক্ষেত্রে প্রবীণ ꦬনাগরিকরা ০.৫ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিটে সুদের হার (SBI RD Interest Rates)
- ১ বছর থেকে ২ বছরের কম: ৫.৩ শতাংশ।
- ২ বছর থেকে ৩ বছরের কম: ৫.৩৫ শতাংশ।
- ৩ বছর থেকে ৫ বছরের কম: ৫.৪৫ শতাংশ।
- ৫ বছর থেকে ১০ বছরের কম: ৫.৫ শতাংশ।
এমনিতে ১৪ জুন থেকেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ি🐎য়েছে এসবিআই। দু'কোটি টাকার কম এবং ২১১ দিন থেকে তিন বছরের কম মেয়াদের এফডির ক্ষেত্রে সুদের হার বাড়ানো হয়েছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে সুদের হার (SBI FD Interest Rates)
১) ৭ দিন থেকে ৪৫ দিন: ২.৯ শতাংশ হারেই সু🅷দ প্রদান করা হবে।
২) ৪৬ দিন থেকে ১৭৯ দিন: সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। ৩.৯ শতাং൩শ হারে সুদ পাবেন গ্রাহকরা।
৩) ১৮০ দিন থেকে ২১০ দিন: স🌱েই মেয়াদেও সুদের হার পালটানো হয়নไি।
৪) ২১১ দিন থেকে ১ বছরের কম: সুদের হার ৪.৪ শতাংশဣ𝓡 থেকে বাড়িয়ে ৪.৬ শতাংশ করা হয়েছে। অর্থাৎ ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
৫) ১ ꧂বছর থেকে ২ বছরের কম: আগে ৫.১০ শতাংশ হারে সুদ দেওয়া হত। এখন সেটা করা হল ৫.৩ 🔜শতাংশ।
৬) ২ বছর থেকে ৩ বছরের কম: এই মেয়াদের ক্ষেত༺্রে সুদের হার বাড়ানো হয়েছে ১৫ বেসিস পয়েন্ট। অর্থাৎ এখন ৫.৩৫ শতাংশ হারে সুদ মিলবে। যা আগে ছিল ৫.১৫ শতাংশ।
৭) ৩ বছর থেকে ৫ বছরের কম: ৫.৪৫ শতা💮ংশ হারেই সুদ পাবেন গ্রাহকরা।
৮) ৫ বছর থেকে ১০ বছরের কম: সেই মে♛য়াদেও ৫.৫ শতাংশ হারে গ্রাহকদের সুদ দেওয়া𓆉 হবে।