টাকা জমানোর অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প (স্ক🎃িম) হল রেকারিং ডিপোজিট (আরডি)। সেই প্রকল্পে নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সময়ের ব্যবধানে টাকা জমা দিতে হয়। নির্দিষ্ট সময় অন্তর কত টাকা (ইনস্টলমেন্ট) দেওয়া হবে, তা একবার ঠিক হয়ে গেলে পালটানো যায় না। একেবারে ম্যাচুরিটির শেষে সুদ-সহ পুরো টাকা পান আমানতকারীরা।
সেই আরডি স্কিম আছে সমস্ত ব্যাঙ্কেই। আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)🍷 এবং ভারতীয় ডাকঘর বা পোস্ট অফিসে। এসবিআই এবং পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট সুদের হার এবং অন্যান্য নিয়ম তুলনা দেখে নিন -
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (আরডি)
১) মেয়াদ - পাঁচ বছর।
২) পোস্ট অফিস🍷ের রেকারিং ডিপোজিটের জন্য মাসিক ন্যূনতম ১০ টাকা দিতে হয়। যা পাঁচের গুণিতকে বাড়ানো যায়।
৩) মাসে সর্বোচ্চ কত টাকা দেও♕য়া যাবে, তার কোনও ঊর্ধ্ব♍সীমা নেই।
৪) পোস্𒉰ট অফিসের রেকারিং ডিপোজিটে সুদের হার নির্ধারণ🐎 করে কেন্দ্র।
৫) চলতি বছ👍রের ১ অক্টোবর থেকে সুদের হার - বার্ষিক ৫.৮ শ💫তাংশ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেকারিং ডিপোজিট (আরডি)
১) সাধারণ মানুষ এবং প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন💯🌜্ডিয়ার রেকারিং ডিপোজিটে সুদের হারের হেরফের হয়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বেশি। নয়া সুদের হার চলতি বছরের ৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
২) মেয়াদ - এক থেকে ১০ বছর।
🍃৩) 🌞মাসে ন্যূনতম ১০০ টাকা দিতে হয়। ১০-এর গুণিতকে সেই অর্থের পরিমাণ বাড়ানো যায়।
৪) মাসে সর🍎্বোচ্চ ক🎐ত টাকা দেওয়া যাবে, তার কোনও ঊর্ধ্বসীমা নেই।
সুদের হার (সাধারণ নাগরিকের জন্য) :
- ১ বছর থেকে ২ বছরের কম - ৪.৯ শতাংশ।
- ২ বছর থেকে ৩ বছরের কম - ৫.১ শতাংশ।
- ৩ বছর থেকে ৫ বছরের কম - ৫.১ শতাংশ।
- ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত - ৫.৪ শতাংশ।