দু'বছর আগে ত্রিপুরার ফেনী নদীর উপর তৈরি হয়েছিল মৈত্রী সেতু, যা ভারত বাংলাদেশকে সংযুক্ত করেছে। আর এবার দুই দেশের সংযোগꦗকারী দ্বিতীয় সেতুটি 🔯হতে চলেছে অসমের করিমগঞ্জে। বাংলাদেশের সিলেটে চলছে তিনদিনের সিলেট–শিলচর উৎসব। শুক্রবার সেই উৎসবের উদ্বোধনে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রী আব্দুল মোমেন। তিনি জানান, এই সেতুটি ভারতের করিমগঞ্জের সঙ্গে বাংলাদেশের জকিগঞ্জকে যুক্ত করবে।
আরও পড়ুন: ভারত বাংলাদেশের সম্পর্💦ককে আরও সুদৃঢ় করেছে মৈত্রী সেতু, ত্রিপুরা সফরে রাষ্ট্রপতি
এই সেতু নির্মাণ করা হবে কুশিয়ারা নদীর উপরে। এরজন্য সরকারি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দ্রুত সেতু তৈরির বিষয়ে সমীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। তাঁর মতে, এই সেতু নির্মাণ হলে দুই দেশের মধ্যে যোগাযোগ যেমন উন্নত হবে, তেমনি দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে। এর আগে ফেনী নদীর উপরে সাব্রুম–রামগড় মৈত্রী সেতু ২০২১ সালে উদ্বোধন করা হয়। দুমাস আগে সেতুটি সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আব্দুল মোমেন জানান, এই সেতু চালু হওয়ার ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের মানুষের যোগাযোগ সহজ হয়েছে। দ্বিতীয় সেতুটি তৈরি হলে যোগাযোগ আরও সহজতর হবে। সিলেট এবং শিলচরের মধ্যে বাস চ𓆏ালানো হবে বলেও তিনি জানিয়েছেন। তবে রাস্তার কিছু সমস্যা রয়েছে। এই সমস্যা মিটে গেলে দুই দেশের মধ্যে বাস চলাচল শুরু হয়ে যাবে।