আরিয়ান প্রকাশ
২০১৭ সালের একটি মামলায় এবার বিজয় মা🐷লিয়ার শাস্তি ঘোষণা করবে দেশের সর্বো🔴চ্চ আদালত। সোমবার এই শাস্তি ঘোষণা হতে পারে।
এদিকে আদালতের নির্দেশকে অমান্য করে তিনি ৪০ মিলিয়ন ডলার꧟ তার সন্তানদের কাছে পাঠিয়েছিলেন বলে অভিযোগ। বিভিন্ন ব্যাঙ্কে বি🥂পুল অঙ্কের টাকা তার কাছে পাওনা রয়েছে। সেরকম প্রায় ৬, ২০০ কোটি টাকা তাকে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গত ফেব্রু🌳য়ারি মাসে সলিসিটর জেনারেল তুষার মেহেতা সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন, বিজয় মালিয়া, নীরব মোদী ও মেহুল চোক্সির কাছ থেকে প্রায় ১৮ হাজার কোটি টাকা উদ্ধার করতে পেরেছে ব্যাঙ্ক।
এদিকে সূত্রের খবর বিজয় মালিয়া বর্তমানে ব্রিটেনে ♛রয়েছেন। লোন নিয়ে তিনি প্রায় ৯ হাজার কোটি টাকা ফেরৎ দেন🉐নি ব্যাঙ্কে। মূলত কিংফিশার এয়ারলাইন্সের নাম করে তিনি লোন নিয়েছিলেন।
এদিকে নিজেকে দেউলিয়া ঘোষণা কর༒ার জন্য় তিনি সবরকম চেষ্টা করে যাচ্ছেন। এনিয়ে তিনি ইউনাইটেড কিংডমের আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন। তবে এবার ভারতের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে ঠিক কোন শাস্তি ঘোষণা করে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। পাশাপাশি বিজয় মালিয়ার কঠোর শাস্তির দাবিতে আগেই সরব হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল।&nb๊sp;