দীর্ঘদিন ধরেই দাবি ছꩲিল। অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাল নরেন্দ্র মোদী ಌসরকার।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax Rate 😼with Deductions- চাকুরিজীবীদের জন্য বিশেষ ব্যবস্থা
২০০৪ সালের ১ জানুয়ারির আগে যে কর্মচারীদের বাছাই করা হয়েছিল, কিন্তু কোনও কারণবশত তাঁরা ২০০৪ সাল𝄹ের ১ জꦛানুয়ারি বা তারপর চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে পেনশনের নিয়মে বদল আনল সরকার।
আরও পড়ুন : Budget 2020- Mutual Fun🅘ds এর Capital gains এ TDS দিতে হবে না
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ওই কဣর্মচারীরা এখন সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুলস, ১৯৭২ সালের আওতাভুক্ত হতে পারবেন। এতদিন তাঁরা ন্যাশনাল পেনশন সিস্টেমের (এনপিএস) আওতাভুক্ত ছিলেন।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax rate with deductions-চাকরি করুন বা ব্যবসা, কোনটඣা বাছা উচিত, জেনে নিন
তবে কেউ যদি ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় থাকতে চান, তাহলে তাঁরা তা করতে পার💧বেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। যাঁরা এতদিন এনপিএসের আওতাভুক্ত ছিলেন, তাঁরা সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুলস, ১৯৭২ সালের আওতাভুক্ত হতে চাইলে আগামী ৩১ মে'র মধ্যে তা জানাতে হবে। সেই সময়সীমা পার হয়ে গেলে সংশ্লিষ্ট কর্মচারীদের আবেদন গ্রাহ্য হবে না। সেক্ষেত্রে তাঁরা এনপিএসের আওতায় থাকতে বাধ্য হবেন।
আরও পড়ুন : Budget 2020: নয়া করনীতিত๊েও কোন বিনিয়োগেꦡর ওপর ছাড় মিলবে?
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুলস, ১৯৭২ সালের আওতায় আসার জন্য দীর্ঘদিন ধরেই আদালতের দরজায় কড়া নাড🧔়ছেন কেন্দ্রীয় সরকারি কর্ম🥂ীরা। অবশেষে সরকার দাবি মেনে নেওয়ায় খুশির হাওয়া সরকারি কর্মচারীদের মধ্যে।