মুঘল সম্রাট শাহজাহান নাকি তাজমহল তৈরি করেননি। এমনই দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দিল্লি হাইকোর্টে। মামলাকারীর দাবি, আসলে তাজমহল রাজা মান সিংয়ের প্রাসাদ ছিল। পরে মুঘল সম্রাট শাহজাহান এটি সংস্কার করেছেন। হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন হিন্দু সেনার সভাপতি সুরজিৎ সিং যাদব। হিন্দু সেনার এমন দাবিকে কেন্দ্র করে𝔉 শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: তাজমহলের কাছে গাছ 💯কাটার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট, শিল্প তালুক করবে যোগী𓆏 সরকার
দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলায় এই দাবি 🌺জানিয়ে, ইতিহাসের বইগুলি সংশোধন করার আর্জি জানিয়েছেন মামলকারী। স্কুল ও কলেজের ইতিহাসের বই থেকে শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন বলে যে তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য সংশোধন করার আবেদন জানিয়েছেন হিন্দু সেনার সভাপতি। মামলায় তিনি দাবি করেছেন, রাজা মান সিংয়ের প্রাসাদ ভেঙে একই জায়গায় নতুন করে তাজমহল যে নির্মাণ করা হয়েছিল তার কোনও ঐতিহাসিক প্রমাণ নেই। হিন্দু সেনার সভাপতি ১৬৩১ সালের ১৬ ডিসেম্বর রাজা মান সিংয়ের প্রাসাদের অস্তিত্ব সহ তাজমহলের বয়স সম্পর্কে তদন্ত করার জন্য এবং আদালতে একটি প্রতিবেদন দাখিল করার জন্য এএসআইকে নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন।
তিনি দাবি করেছেন, ১৬৩২ সাল থেকে ১৬৩৮ সাল পর্যন্ত শাহজাহান ওই প্রাসাদ 🎃সংস্কার করেছিলেন৷ দাবি করা হয়েছে যে আবদুলের লেখা পাদশাহনামা নামের একটি বইয়ে উল্লিখিত তথ্য থেকে এই বিষয়টি জানা গিয়েছে । মামলাকারী দাবি করেছেন, এএসআইয়ের ওয়েবসাইটে তাজমহল সম্পর্কে ভুল তথ্য রয়েছে। উল্লেখ্য, ওয়েবসাইটে উল্লেখ রয়েছে ১৬৪৮ সালে তাজমহল নির্মাণ সম্পন্ন হয়েছিল। তা সম্পন্ন করতে সময় লেগেছিল প্রায় ১৭ বছর। মামলাকারী দাবি করেছেন, মমতাজ মহলের সমাধি ১৬৩৮ সালের মধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছিল। সুতরাং, তাজমহল তৈরিতে ✅যে ১৭ বছর সময় লেগেছে বলা হচ্ছে সেই তথ্যটি ভুল। প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চে এই আবেদনটি শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর দাবি, এই বিষয়টি খতিয়ে দেখলে সত্য তথ্য জানা যাবে। ইতিহাসের বইয়ে তাজমহল তৈরির যে সময়সীমা উল্লেখ রয়েছে এবং শাহজাহান তাজমহল তৈরি করেছেন বলে যে তথ্য উল্লেখ রয়েছে তা সংশোধন করা প্রয়োজন বলে আবেদন জানিয়েছেন মামলাকারী।