নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে আবেগে ভাসলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মঙ্গলব𒈔ার সন্ধ্যায় নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে তিনি বলেন, ‘প্রায়শই আপওনি রাজ্যাভিষেকের জন্য অপেক্ষা এবং দেখা যায় আপনাকে নির্বাসনে যেতে হল।’
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই বক্তব্যের মাধ্যমে নিজেকে রামের পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন মধ্যপ্রদেশের প্র🥃াক্তন মুখ্যমন্ত্রী। রামকে যে ভাবে রাজ্যাভিষেকের সময় পিতার আদেশের বনবাসে যে🏅তে হয়েছিল, ঠিক সেরকমই ভোটে দল জিতলেরও তাঁকে আর মুখ্যমন্ত্রী করা হল না।
চৌহান ১৬ বছর ধরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। বিধানসভা নির্বাচনে তাঁর দল বিজেপি ২৩০টি আসনের মধ্যে ১৬৩টি 𒅌আসনে জয়লাভ করে। তাঁর স্থলাভিষিক্ত হন ༺মোহন যাদব। চৌহানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত বিজেপি নেতৃত্ব নীরব।
বুধনির শাহগঞ্জে এক সভায় চৌহান বলেন, ‘ এর পিছনে কোনও কারণ অবশ্যই আছে।’ তিনি বলেন, ‘কোনও একটি উদ্দেশ্য পূরণের জন্য এটি ঘটে থাকে।ཧ তবে উদ্বিগ্ন হবেন না। আমার জীবন বোন, কন্যা এবং জনগণের জন্য। আমি এই পৃথিবীতে এসেছি আপনাকে দুঃখ এবং🔯 বেদনা থেকে মুক্তি দিতে। আমি আপনাদের চোখের জল বের হতে দেব না। আমি দিনরাত কাজ করব’।
সমাবেশ চলাকালীন একদল মহিলা কাঁদতে শুরু করেন। তাঁরা বলতে থাকেন, ‘ভাইয়া, হুম্মে আকেলে ছোড় কে মাত যাও (ভাই, আমাদের একা ছেড়ে যাবেন না)।’ তাঁদের আশ্বস্ত করে চৌহান বললেন, ‘আমি কোথাও যাব না। এখানেই ব꧒াঁচব আর মরব।’
তিনি বলেন, লাডলি বেহনা যোজনা-সহ তাঁর দ্বারা শুরু করা সমস্ত প্রকল্প বর্তম🦩ান সরকার চালু রাখবে।
আবগে তাড়িত চৌহান বলেন, ‘এখন আমার ঠিকানা হল বি-৮, ৭৪ নম্বর বাংলো, যার নাম আমি মামা কা ঘর রেখেছ📖ি।’
প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজღ সিং চৌহান জনপ্রিয়♌ভাবে মামা (মামা) নামে পরিচিত।
এর আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘লোকসভা নির্বাচনে লড়বেন কি না জানতে চাওয়া হলে চৌহান বলেন, সিদ্ধান্ত নেওয়া বা কিছু চাওয়া আমার কাজ নয়। আমি কোনও কিছু নিয়ে ভাবি না। আমার দল ইতিমধ্যেই আমার মতো একজন সাধারণ দলীয় কর্মীকে, মুখ্যমন্ত্রী হিসাবে ১৮ বছর ধরে রাজ্যের সেবা করার সুযোগ দিয়েছে, আমি আর কী চাইতে🙈 পারি। আমি দলের কর্মী হিসাবে কাজ চালিয়ে যাব কারণ বিজেপꩲি আমার কাছে একটি মিশন।’